পাউলিস্তা টুর্নামেন্ট শুরু হয়েছে। এই পাউলিস্তার জন্য এন্ড্রিককে এবারের কোপা আমেরিকাতে পাচ্ছে না ব্রাজিল। তবে পাউলিস্তার প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন এই ব্রাজিলিয়ান। গতবছরের শেষ দিকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া
এন্ড্রিকে পালমেইরাসের শুরুর একাদশেই ছিলেন। ম্যাচে অবশ্য পালমেইরাস জিততে পারেনি, তবে ম্যাচ সেরা হয়েছেন এন্ড্রিকে। পাউলিস্তাতে নিজেদের প্রথম ম্যাচে পালমেইরাসের প্রতিপক্ষ ছিল সাও বেন্তো। ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছে।
এই ম্যাচে একতরফা আধিপত্য বিস্তার করে খেলেও গোল আদায় করতে পারেনি পালমেইরাস।ম্যাচে ৭০ শতাংশবল দখলে ছিল পালমেইরাসের। মোট ২২টি শট নিয়েছিল তারা যার মধ্যে মাত্র তিনটি ছিল অন টার্গেট। প্রতিপক্ষের দুর্দান্ত ডিফেন্স বেদ করা সম্ভব হয়নি তাদের।