রাজ এখন আমার সব কথা শুনছে: পরীমণি

দেশের আলোচিত-সমালোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। ভালোবেসে এই দম্পতি বিয়ে করলেও মাঝেমধ্যেই সম্পর্কের টানাপোড়েন দেখা যায়। কয়েক দিন আগেই রাজের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন পরী।

তবে অনেক জলঘোলার পর সব ঝামেলার অবসান ঘটিয়ে ফের এক হয়েছেন তারা।আজকের সেরা নিউজ ইতোমধ্যে সম্পর্কের তিক্ততা ভুলে সমঝোতায় এসে রাজের বাসায় ফিরেছেন এই অভিনেত্রী।এদিকে বাসায় ফিরে পরী নিজেই

জানিয়েছেন, এখন নাকি রাজ তার কথা শুনছেন। অভিনেত্রী বলেন, প্রথমদিকে পাগলামি করলেও আস্তে আস্তে নিজের ভালো বুঝতে পারছেন রাজ। সেই সঙ্গে আমার সব কথাও শুনছে এখন।এ সময় রাজের বিষয়ে পরী আরও জানান,

একদিনে তো আর মানুষের সব অভ্যাস পরিবর্তন করতেপারবে না, সময় তো লাগবেই। আশা করছি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে।এর আগে গত ১০ জানুয়ারি ছেলে রাজ্যের পাঁচ মাস উপলক্ষে দুজনেই ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

দিনটি ঘরোয়া আয়োজনে উদযাপন করেছেন রাজ-পরী। ওই পোস্টে দেখা যায়, ছেলের পাঁচ মাস উপলক্ষে পাঁচটি কেক কেটেছেন তারা। এখন পর্যন্ত ছেলে রাজ্যকে নিয়ে একসঙ্গেই রয়েছেন এই তারকা দম্পতি।