র’য়্যা’ল চ্যা’লে’ঞ্জা’র্স বে’ঙ্গা’লু’র ও মু’ম্বা’ই ই’ন্ডি’য়া’ন্স ম্যা’চে বি’প’রী’ত দৃ’শ্য দে’খা গে’ছে। এ’ক ঘ’ট’না’য় মে’জা’জ হা’রি’য়ে’ছে’ন বি’রা’ট কো’হ’লি। প’রি’প্রে’ক্ষি’তে হে’সে’ছে’ন রো’হি’ত শ’র্মা।মু’ম্বা’ই ব্যা’টিং ই’নিং’সে’র প”ঞ্চম ও’ভা’রে ও’ই ঘ’ট’না ঘ’টে। সে’স’ম’য় মো’হা’ম্ম’দ
সিরাজের একটি বল পুল করেন রোহিত। তবে সেটা উপরে উঠে যায়।ফলে ক্যাচ ধরতে যান সিরাজ। সেটি ধরতে ছুটে আসেন বেঙ্গালুরুর উইকেটরক্ষক দীনেশ কার্তিকও। একে অপরকে দেখেননি তারা। ফলে দুর্ঘটনা ঘটে।
কার্তিকের সঙ্গে ধাক্কা লাগে সিরাজের। এতে তার হাত থেকে বল পড়ে যায়। সতীর্থদের এমন কাণ্ড দেখে মেজাজ হারান কোহলি। মূলত রোহিতের ক্যাচ ছেড়ে দেয়ায় রেগে যান তিনি।এ দৃশ্য দেখে রোহিত হাসেন। প্রতিপক্ষের দুই ক্রিকেটারের
আচরণে মজা পান তিনি। এছাড়া আউট হতে হতে বেঁচে যান মুম্বাই অধিনায়ক।সঙ্গে টিভি ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে। দুই ক্রিকেটারের ধাক্কা লাগায় কিছুক্ষণ খেলা বন্ধও থাকে। পরে আবার বল করতে যান সিরাজ।
জীবন পেয়ে অবশ্য কাজে লাগাতে পারেননি রোহিত। পরের ওভারেই আকাশ দীপের বলে আউট হয়ে যান তিনি। এবারের আইপিএলের প্রথম ম্যাচে ব্যর্থ মুম্বাই অধিনায়ক। ১০ বল খেলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন তিনি।