যে কারণে বিপিএলকে সরাসরি না করে দিলেন লংকান অধিনায়ক!

এখন ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ভারতের বিপক্ষে সিরিজে ওয়ানডেতে ব্যাট হাতে সেঞ্চুরির সাথে টি-টোয়েন্টিতেও দারুণ সময় কাটিয়েছেন। ভারত সিরিজ শেষে যোগ দেওয়ার কথা ছিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে। কিন্তু বিপিএল থেকে নাম উঠিয়ে নিলেন লংকান এই অলরাউন্ডার।এদিকে চলমান বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলার কথা ছিল লংকান অধিনায়কের। তবে বিপিএলে না এসে শানাকা আরব আমিরাতের

ফ্রাঞ্চাইজি লিগ আইএল (ইন্টারন্যাশনাল লিগ) টি-টোয়েন্টি লিগ খেলতে দুবাইয়ে যোগ দিয়েছেন ইতিমধ্যেই দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠেও নেমেছেন শানাকা।এবারের বিপিএলে চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেয়েছে খুলনা টাইগার্স। তামিমের ব্যাটে রংপুর রাইডার্সকে তারা হারিয়েছে ৯ উইকেটে। তামিম ৪৭ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন।