ম্যানসিটি নেইমারের জন্য আদর্শ ক্লাব: রিভালদো

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে সিংহভাগ ভক্তরা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে চান। নেইমার প্রিমিয়ার লিগে গেলে আরও বেশি সাফল্য পাবে এমনটাই তাদের আশা।যদিও নেইমারের সঙ্গে পিএসজির চুক্তি রয়েছে ২০২৭ সাল পর্যন্ত,

তারপরও নেইমারের আগামী মৌসুমে ক্লাব ছাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তি গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগের ক্লাব।এরমধ্যে কয়েকটি ক্লাবের নাম বেশি শোনা যাচ্ছে। তবে সাবেক ব্রাজিল লিজেন্ড রিভালদোর মতে, নেইমারের জন্য

সবচেয়ে আদর্শ ক্লাব হবে ম্যানচেষ্টার সিটি।মৌসুমের মাঝপথে পিএসজির কয়েকজন প্লেয়ারের বিক্রির গুঞ্জন চললেও সেই তালিকায় যে নেইমার নেই সেটা নিশ্চিত। জানুয়ারীতে এই সময়ে গুরুত্বপূর্ণ তারকা নেইমারকে বিক্রি করবে না পিএসজি।

তবে আগামী সামারে তাকে বিক্রি করতে পারে ক্লাবটি। রিভালদো বলেন, “সত্যি বলতে, এই মুহূর্তে সেটা হবে না। কিন্তু হতে পারে মৌসুম শেষে।“পিএসজি আগামী সামারে তাকে বিক্রি করতে আগ্রহী হতে পারে। আর নেইমারের গন্তব্য হতে পারে প্রিমিয়ার লিগ।

আমি মনেকরি ম্যানসিটি তার জন্য পারফেক্ট ক্লাব হবে।“ম্যানসিটিতে গেলে সফলতা পাওয়ার বেশি সম্ভাবনা থাকবে। গার্দিওলার অধিনে তারা খুবই আক্রমনাত্মক একটি দল যারা গ্রেট ফুটবল খেলে।”