মেয়ের জন্য জামা নিয়ে ফেরা হলো না প্রবাসী মনজুরের

এ’ক’মা’ত্র ক’ন্যা সু’মা’ই’য়া খা’তু’নে’র (১১) জ’ন্য ঈ’দে’র জা’মা’কা’প’ড় কি’নে আ’র বা’ড়ি ফে’রা হ’য়’নি মা’ল’য়ে’শি’য়া প্র’বা’সী ম’ন’জু’র কা’দি’রে’র (৪০)। শু’ধু ক’ন্যা ন’য়, স্ত্রী’স’হ পু’রো প’রি’বা”রে’র জ’ন্য ঈ’দে’র কে’না’কা’টা ক’রে বা’ড়ি’তে ফে’রা’র প্র’স্তু’তি নি’য়ে’ছি’লে’ন

তি’নি। ত’বে বা’ড়ি’তে ফি’রে’ছে ম’ন’জু’র কা’দি’রে’র প্রা’ণ’হী’ন নি’থ’র দে’হ।শু’ক্র’বা’র (৭ এপ্রিল) স’কা’লে মা’ল’য়ে’শি’য়া থে’কে ম’ন’জু’র কা’দি’রে’র ম’র’দে’হ য’শো’রে’র কে’শ’ব’পু’র উ’প’জে’লা’র গো’প’সা’না গ্রা’মে তা’র বা’ড়ি’তে পৌঁ’ছা’য়। মা’নু’ষে’র ঢ’ল না’মে ম’ন’জু’রে’র বা’ড়ি’তে।

পু’রো গ্রা’মে শো’কে’র ছা’য়া নে’মে আ’সে।নি’হ’ত স্বা’মী’র নি’থ’র দে’হ দে’খে ‘কি’ছু’ক্ষ’ণ প’র’প’র জ্ঞা’ন হা’রি’য়ে ফে’লে’ন স্ত্রী সো’নি’য়া খা’তু’ন (৩২)। ম’ন’জু’র কা’দি’র ও’ই ‘গ্রা’মে’র মো’ফা”জ্জ’ল হো’সে’নে’র ছে’লে। প’রি’বা’রে স্ব’চ্ছ’ল’তা ফে’রা’তে ২০১৪ সা’লে মা’ল’য়ে’শি’য়া’য় পা’ড়ি

জমান এ রেমিট্যান্স যোদ্ধা। মনজুর কাদিরের পরিবারের সদস্যরা জানান, গত ৯ বছর ধরে তিনি মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন। এবার ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল। সেজন্য শিশু কন্যাসহ পরিবারের সবার জন্য ঈদের কেনাকাটাও করেছিলেন।

এরপর হঠাৎ গত ৩১ মার্চ স্ট্রোক করেন তিনি। পরবর্তীতে মালয়েশিয়ার পেনাং শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মনজুর কাদিরের স্ত্রী সোনিয়া খাতুন জানান, দুই বছরের মেয়েকে রেখে বিদেশ যান। ঈদে বাড়ি এসে আমাদের

সঙ্গে নিয়ে সব আত্মীয় বাড়িতে ঘুরতে যাবেন। মেয়ের জন্য নতুন জামাকাপড়ও কিনেছিলেন। দীর্ঘদিন পর তার বাড়ি ফেরার কথা জানতে পেরে আত্মীয়-স্বজনরাও খুশি হয়েছিলেন। তিনি ফিরেছেন, তবে এসেছে তার প্রাণহীন নিথর দেহ। শুক্রবার বেলা

১১টার দিকে স্থানীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মনজুর কাদিরের দাফন সম্পন্ন হয়। এদিকে, প্রবাসী মনজুর কাদিরের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত।