ঢাকা-সিলেট-ঢাকা, সাকিব আল হাসান নিজেই যেন এক এরোপ্লেন। মুহূর্তে মুহূর্তে বদলান লোকেশন। শেষ তিন দিনে দুইবার ঢাকায়, মাঝের দিনে সিলেটে গিয়ে খেলে আসলেন ওয়ানডে। আজ ঢাকায় এসে হলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
ব্র্যান্ড অ্যাম্বাসেডর।গত ১৯ মার্চ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১তম সমাবর্তন থেকে গ্র্যাজুয়েশন সনদ পান সাকিব। আগের দিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিলেটে ম্যাচজয়ী পারফরম্যান্স করে আসেন ঢাকায়। উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের
কনভোকেশনে। সেদিনই ফিরে যান সিলেটে। অনুশীলন করে পরেরদিন (২০ মার্চ) খেলেন আইরিশদের বিরুদ্ধে ২য় ওয়ানডে।বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর
হিসেবে নিযুক্ত হলেন। এই অনুষ্ঠানে অংশ নিতে সাকিব আজ ফের ঢাকায়।জাতীয় দল ছাড়াও বিপিএল, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ সহ বিশ্বের প্রায় নামীদামী টুর্নামেন্টেই নিয়মিত বর্তমান বিশ্বের সেরা এই অলরাউন্ডার। এর বাইরেও বেশ কিছু নামকরা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।