এবার প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহ দাঁড় করিয়েছিলো বাংলাদেশ। ঠিক একদিনের ব্যবধানে পরের ম্যাচে নিজেদের সে রেকর্ড ডিঙিয়ে বাংলাদেশ। গতকাল সিলেটের শেষ বিকেলে ব্যাট হাতে ঝড় তুলেন
মুশফিকুর রহিম।উইকেটরক্ষক ব্যাটার।সাকিব আল হাসান, তামিম ইকবালের পর ওয়ানডেতে ৭ হাজারি রানের ক্লাবের সদস্য হন মুশফিক। বৃষ্টিতে ফলাফল না এলেও ঝলমল করছে মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরি। কাজেই মুশফিককে
নিয়ে আকাশচুম্বি প্রশংসা ঝরলো আয়ারল্যান্ডের।বৃষ্টিভাগ্যে ম্যাচ হার এড়ানো গেলেও মুশফিকের বিস্ফোরক ইনিংস ভুলতে পারছেন না আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। ম্যাচ পরবর্তী সংবাদ বৈঠকে মুশফিক কীভাবে তাদের পিছিয়ে
দিলেন সেই বর্ণনাই দিলেন ক্যাম্পার।সাংবাদিকদের ক্যাম্পার বলেন, ‘আমার মতে, (মুশফিকের ইনিংস নিয়ে) সঠিক শব্দটা হবে খুবই প্রভাব বিস্তারকারী ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো ক্রিকেট খেলছে।
মুশফিক যেভাবে প্রভাব বিস্তার করেছে খেলায়, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দর্শনীয় শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।’এদিকে সিলেটে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে এসেই আগ্রাসী
ক্রিকেট খেলেছেন। প্রতি ওভারকেই স্লগ ওভার বানিয়ে দাপুটে ব্যাটিং করেছেন মুশফিক। প্রায় প্রতিটি ডেলিভারিতে বাউন্ডারি আদায় করতে যেনো পণ করে এসেছিলেন তিনি। এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাওয়ার আশায় আইরিশরা।
তিনি আরও বলেন, ‘সে আমাদের চাপে ফেলে দিয়েছিল। প্রথম দুই ম্যাচে সে এটি করলো। অবশ্যই মুশফিক বাংলাদেশের জন্য অনেক বড় ক্রিকেটার। আশা করি, এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার দক্ষতার সঙ্গে লড়াই করার পথ খুঁজে পাব।’