মাহমুদউল্লাহকে দল থেকে বাতিলের ব্যাপারে মুখ খুললেন রাজ্জাক

হ’ঠা’ৎ ক’রে’ই স’ব’শে’ষ আ’য়ার’ল্যা’ন্ডে’র বি’প’ক্ষে ও’য়া’ন’ডে সি’রি’জ থে’কে বা’দ প’ড়ে’ছি’লে’ন মা’হ’মু’দ’উ’ল্লা’হ রি’য়া’দ। পর’ব’র্তী’তে বি’সি’বি থে’কে জা’না’নো হ’য়ে’ছি’ল ন’তু’ন খে’লো’য়া’ড়’দে’র বা’জি’য়ে দে’খ’তে’ই অ’ভি’জ্ঞ এ’ই ক্রি’কে’টা’র’কে রা’খা হ’য়ে’ছে বি’শ্রা’মে। এ’বা’র

সেই একই সুরে কথা বলেছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। আজ (২ এপ্রিল) রোববার মিরপুরে রিয়াদের প্রসঙ্গ আসলে রাজ্জাক সাংবাদিকদের বলেন, ‘বিশ্রামটা আসলে মুক্ত হওয়ার মতো ব্যাপার না। অতো সিরিয়াস পর্যায়ে না নেওয়াই

ভালো। রিয়াদ আসলে যেরকম অবস্থাতে ছিল ওরকম অবস্থাতেই আছে আমাদের কাছে। এখন দল যদি বানাতে হয়…ধরেন সাকিব, রিয়াদ সহ দুই-তিনজন ক্রিকেটার অসুস্থ হল, তখন কি করবেন? কাকে নিবেন বিশ্বকাপে? কোনো ম্যাচ না

খেলা খেলোয়াড়কে নেওয়া সম্ভব? আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ ছিল এটা।’ রাজ্জাক যোগ করেন, ‘আর সামনে আরও দুই-একটা ছোট খাটো (সিরিজ) আছে। এ জিনিসটা আমি হঠাৎ করে দেখলাম বড় হয়ে গেছে। ব্যাক করবে কিনা,

এটা থেকে ওটা হবে কিনা, এই হবে কিনা, ওই হবে কিনা। দল চলার প্রক্রিয়া খুব স্বাভাবিক। যারা যারা খেলে, ভালো খেলে তাদের প্রায়োরিটি আগে। খুব স্বাভাবিক। তাই না? তাই থাকবে।’ তবে রাজ্জাক জানাননি কখন ফিরবেন রিয়াদ, ‘এ

কথাটা আমি এখন বলবো না যে কখন ফিরবে বা এখনই ফিরতেছে। আবার এরকম না রিয়াদকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বললামই যে আসলে দেখা হচ্ছে।’রাজ্জাক আরো বলেন, ‘আসলে ওই যে ধরেন দুই-তিনটা প্লেয়ার আমার না যেতে

পারে তখন আমার একদম না খেলা খেলোয়াড় বা এক ম্যাচ খেলা খেলোয়াড় নিয়ে যেতে হচ্ছে। সেটা কি যৌক্তিক? আপনার কি মনে হয়? আপনার কাছে যেটাই মনে হোক আমার কাছে মনে হয় সেটা যৌক্তিক না।’