সাকিব আল হাসান, লিটন দাস, আইপিএল ২০২৩, মাশরাফি বিন মুর্তজা : সাকিব-লিটনের আইপিএল ইস্যুতে বোর্ডকে ধুয়ে দিল মাশরাফি!সাকিব-লিটনদের আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে কি না এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে সাফ ভাষায় জানিয়ে দিয়েছেন দেশের খেলা উপেক্ষা করে আইপিএলে খেলতে যেতে দেয়া হবে কোনো ক্রিকেটারদের। যার ফলে সাকিব-লিটনদের আইপিএলে খেলার
অনিশ্চয়তা এখনো কাটেনি।এদিকে বিসিবির এমন কঠোর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, আবেগি না হয়ে খেলোয়াড়দের সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া উচিত বোর্ডের। এছাড়াও
তিনি মনে করেন, সাকিব-লিটনদের অনাপত্তিপত্র দিয়ে আয়ারল্যান্ড সিরিজে তরুণদের পরখ করার দারুণ সুযোগ পাবে ক্রিকেট বোর্ড।এ প্রসঙ্গে মাশরাফি বিন মুর্তজা বলেন, বাংলাদেশের কি খেলা আছে এর মধ্যে? টেস্ট খেলা থাকলে সেটা যদি
মানিয়ে নেয়ার মত হয় কাউকে দিয়ে তাহলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্যান্য দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগি হয়ে তো লাভ নেই। এদিকে তো আমরা অনেক প্লেয়ারকে চেঞ্জ করে খেলাচ্ছি।
“খেলাচ্ছি না তা তো না। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক না। খোলামেলা আলাপ করা উচিত ওদের সঙ্গে। ওরা যদি মন থেকে যেতে চায়…. তাহলে হোয়াই নট? আয়ারল্যান্ডের সাথে যেহেতু টেস্ট ম্যাচ আমার মনে হয়, আমাদের এটা ম্যানেজ করার এবিলিটি আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে।