ভারতের বিশ্ব রেকর্ডের ম্যাচে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

বিরাট কোহলির হাঁকানো চার বাঁচানোর চেষ্টায় শ্রীলঙ্কার দুই ফিল্ডারের মধ্যে ঘটে গেল মুখোমুখি সংঘর্ষ। যার জেরে স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হলো তাদের।শ্রীলঙ্কার দুই খেলোয়াড়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষ এতটাই বিপজ্জনক হয়ে ওঠে যে,

দুই খেলোয়াড়ই মাটিতে শুয়ে ব্যথায় ছটফট করতে থাকেন। তার পরে ফিজিওকে মাঠে দৌড়ে আসতে হয়। পরে দুটি স্ট্রেচারে করে তাদের বাইরে নিয়ে যেতে হয়।এই ঘটনায় সাময়িকভাবে তীব্র শঙ্কা ছড়িয়ে পড়়ে দুই শিবিরসহ পুরো স্টেডিয়ামেই।

ঘটনাটি ঘটে ম্যাচের ৪২.৫ ওভারে। বল করছিলেন চামিকা করুণারত্নে। স্ট্রাইকে ছিলেন বিরাট কোহলি। ভারতীয় ব্যাটার ডিপ মিডউইকেট এবং ডিপ স্কোয়ার লেগের মাঝ বরাবর শট খেলেন। বল যাচ্ছিল সোজা সীমানায়। এমতাবস্থায় জেফরি ভ্যান্ডারসে

ও আসিন বান্দারা- দুজনেই বল আটকানোর চেষ্টা করেন। দুজনেরই চোখ ছিল বলের দিকে।স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে মুখোমুখি ঘটে যায় সজোরে সংঘর্ষ। এক জন স্লাইড করে চার বাঁচাতে গিয়েছিলেন, অন্য জন নিচু হয়ে চার বাঁচাতে গিয়ে তার

গায়ের ওপর উঠে পড়েন। দুজনের মধ্যে সজোরে সংঘর্ষ হওয়ায় গুরুতর চোট পান দুজনেই।আসলে বাঁ-দিক থেকে ছুটে আসছিলেন ভ্যান্ডারসে আর অন্যপাশ থেকে বান্দারাও এসে বল থামানোর চেষ্টা করেন। এর ফলে দুই খেলোয়াড়ের মধ্যে সংঘর্ষ ঘটে যায়।

এতে ভান্ডারসে মাথায় আঘাত পান। আর বান্দারা পায়ে আঘাত পান। তবে দুজনের কেউই শেষ পর্যন্ত চার বাঁচাতে পারেননি।উল্টো আঘাতের জেরে তারা মাটিতে শুয়েই ছটফট করতে থাকেন। মাঠ থেকে উঠে দাঁড়াতেই পারছিলেন না। সঙ্গে সঙ্গে ছুটে

আসেন শ্রীলঙ্কার ফিজিও। অন্যদিকে ভারতীয় দলের মেডিকেল স্টাফরাও পৌঁছে যান সেখানে।উভয় খেলোয়াড়ের অবস্থা দেখে মাঠে স্ট্রেচার ডেকে দুই খেলোয়াড়কেই বাইরে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। তবে আম্পায়ার

শ্রীলঙ্কা টিমের সঙ্গে কথা বলে খেলা পুনরায় চালু করার নির্দেশ দেন। পরিবর্তে ফিল্ডিং করতে নামেন ডি সিলভা ধনাঞ্জয়া।এদিকে সেই চারের ফলে কোহলি পৌঁছে যান ৯৯ রানে। পরে ওভারের শেষ বলে ১ রান নিয়ে পূরণ করেন নিজের ৪৬তম ওয়ানডে সেঞ্চুরি।