গত বছরের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়ে জীবন যাওয়ার উপক্রম হয়েছিল। বাড়ি ফেরার পথে ব্যক্তিগত মার্সিডিজ নিয়ে দিল্লি-দেরাদুন মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সেদিন প্রাণে বেঁচে যাওয়া ছিল ঋষভ পন্থের
জন্য অলৌকিক। গাড়ি দুমড়ে মুচড়ে যাওয়ার পর আগুন ধরে যায়, প্রাণে রক্ষা পান ভারতের উইকেটকিপার ব্যাটার। মৃত্যুকে সামনে থেকে দেখার ১৮ দিন পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট দিলেন তিনি।সোমবার
(১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মুম্বাইয়ের হাসপাতাল থেকেই পন্থ একটি পোস্টে নিজের অস্ত্রোপচার সফল হওয়ার ঘোষণা দিয়ে জানান, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তার
অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।তার সুস্থতার জন্য প্রার্থনা করা ও শুভকামনা জানানো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ দিয়েছেন
বিসিসিআই ও তার সেক্রেটারি জয় শাহ এভং সরকারি কর্তৃপক্ষকে।পন্থ টুইটারে লিখেছেন, এত এত সমর্থন ও শুভকামনার জন্য আমি বিনীত ও কৃতজ্ঞ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমার অস্ত্রোপচার সফল ছিল। সেরে
ওঠার লড়াই শুরু হয়েছে এবং আমি সামনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। অসাধারণ সহযোগিতার জন্য ধন্যবাদ বিসিসিআই, জয় শাহ ও সরকারি কর্তৃপক্ষকে।ওই দুর্ঘটনায় পন্থের কপাল কেটে যায়, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় এবং কব্জি, গোড়ালি, পায়ের পাতায় আঘাত পান। পিঠেও চামড়া ছিলে গেছে। তবে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের কোনো ক্ষতি হয়নি।