২০২১ সালে বার্সালোনা যখন লিওনেল মেসিকে জানিয়ে দিয়েছিল যে, তার সঙ্গে আর চুক্তি নবায়ন করা সম্ভব নয়, আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে বেতন দেওয়া অসম্ভব, তখন মেসি পিএসজিতে চলে যান।
পিএসজিতে মেসি চুক্তি বছরের চুক্তিতে আসেন যার মধ্যে দ্বিতীয় বছরটি এখন চলছে। আগামী জুনেই তার সঙ্গে পিএসজির চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে।মেসির সঙ্গে পিএসজি চেয়েছিল চুক্তি নবায়ন করতে। তারা মেসিকে রাখার
জন্য অফারও করেছিল। তবে মেসি সেই অফারে রাজি হয়নি। দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে সমঝোতা হয়নি।এরমধ্যে ফ্রান্সের বেশ কিছু গনমাধ্যম জানিয়েছে, মেসি যেসব শর্ত দিয়েছে সেগুলো মেনে তাকে রাখতে রাজি নয়
পিএসজি। যার কারণে এই আলোচনা বন্ধ হয়ে গেছে।অনেকগুলো গনমাধ্যম জানিয়েছে, মেসির সঙ্গে পিএসজির চুক্তি আর হবে না। মৌসুম শেষেই মেসিকে নতুন কোন ক্লাবে দেখা যাবে। সেটা হতে পারে বার্সালোনা কিংবা আল হিলাল।