আজ পাওয়ারপ্লেতে পাওয়া দারুণ সূচনা কাজে লাগিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থবারের মতো ২০০ পার করেছে বাংলাদেশ। তবে ১৯.২ ওভারে বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টির বেগ আরও বৃদ্ধি পাওয়ায় বিকেল ৩.৫৫ মিনিটে নিশ্চিত করা হয়,
বাকি বল খেলতে আর নামবে না বাংলাদেশ। তাই ৫ উইকেটে ২০৭ রানেই থেমে গেল টাইগারদের ইনিংস।এদিকে বৃষ্টির কারণে শুরু হয়েছে ওভার কর্তন। এদিকে জানা গেছে আয়ারল্যান্ডের সম্ভাব্য টার্গেট। বৃষ্টি আইনে ১০ ওভার খেলা হলে আইরিশদের
করতে হবে ১২৫ রান। আর ৫ ওভারে খেলা হলে আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়াবে ৬৯ রান।শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে থেমেছে বৃষ্টি, সরিয়ে নেওয়া হচ্ছে কাভার, কিছু সময়ের মধ্যেই শুরু হবে দ্বিতীয় ইনিংসের খেলা। জানা গেছে, খেলা শুরুর শেষ সময়। অন্তত ৫ ওভার খেলতে হলে ম্যাচ শুরু করতে হবে ৫টা ৪৮ মিনিটের আগে।