কাতার বিশ্বকাপের ফাইনালে প্রথমে লিওনেল মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে অ্যাঞ্জেল ডি মারিয়ার লক্ষ্যভেদে ২-০তে লিড নেয় তারা। এতে জয়ের পথে থাকেন আলবিসেলেস্তেরা। কিন্তু মূল সময়ের বাকি
১০ মিনিটে ২ গোল করে আর্জেন্টিনাকে স্তম্ভিত করে দেন কিলিয়ান এমবাপ্পে। তাতে নির্ধারিত সময়ে খেলায় ২-২ গোলে সমতা আনে ফ্রান্স। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এবার মেসির নিশানাভেদে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা।
এরপর এমবাপ্পের সামনে চিৎকার করেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু কেন? এতদিন এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। অবশেষে তা নিয়ে মুখ খুললেন ২৪ বছর বয়সী রক্ষণসেনা।স্কাই স্পোর্টসকে রোমেরো বলেন,
ফ্রান্সের বিপক্ষে সেসময় এমবাপ্পের সামনে আমি চেঁচামেচি করি। মেসি গোল করেছিলেন। এরপর দলের সবাই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। তিনি বলেন, আমি জানি; বিশ্বে এটি চমৎকার কিছু নয়।তবে সবাই বেরিয়ে আসেন। হয়তো সেটা
শোভনীয় নয়। দীর্ঘ ৩৬ বছর পর সোনালি ট্রফি জয়ে অনবদ্য অবদান আছে রোমেরোর। দারুণ দক্ষতায় রক্ষণ সামলেছেন তিনি। গোলপোস্টের সামনে ছিলেন দৃঢ়তার প্রতীক।প্রতিপক্ষের জন্য চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন ২৪ বছর বয়সী
ডিফেন্ডার। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ শিরোপা জিতে বীরের বেশে আর্জেন্টিনায় ফিরেছিলেন রোমেরো।দেশে রাজকীয় সংবর্ধনা পান তিনি। সেখান থেকে টটেনহ্যাম হটস্পারে ফিরেছেন বিশ্বজয়ী ডিফেন্ডার। এখন ক্লাব ফুটবল মাতানোর পালা তার।