বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে ভারতে খেলতে যেতে নারাজ পাকিস্তান। দেশটির রাজনৈতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে ওয়ানডে বিশ্বকাপের কিছু ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে।
পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা চলছে আইসিসিতে। ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সেখানে খেলতে যেতে রাজি নয় ভারত। এশিয়া কাপে নিজেদের ম্যাচগুলো
নিরপেক্ষ ভেন্যুতে খেলবে তারা। ভারতের মতো বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবি জানিয়েছে পাকিস্তানও। নিরপেক্ষ ভেন্যু হিসেবে ম্যাচগুলো হতে পারে বাংলাদেশে। আইসিসিও বিবেচনা করছে বিষয়টি। দুবাইতে আইসিসির
বোর্ড সভায় এ নিয়ে আলোচনাও হয়েছে। পিসিবির সাবেক প্রধান নির্বাহী ওয়াসিম খান মনে করেন, বিশ্বকাপ খেলতে ভারতে পাকিস্তান নাও যেতে পারে। তিনি বলেন, আমার মনে হয় না যে ভারতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ খেলবে পাকিস্তান। আমার ধারণা, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমনটা এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে। সূত্র: ক্রিকইনফো