আড়াই বছরের বেশি সময় তিনি সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। সেই বিরাট কোহলি ফিরেছেন স্বরূপে। সর্বশেষ চার ওয়ানডেতে পেয়ে গেলেন তিন সেঞ্চুরি। আজ রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঝোড়ো সেঞ্চুরি করেছেন
ভারতের ব্যাটিং কিং। এই নিয়ে ওয়ানডেতে তার সেঞ্চুরি হয়ে গেল ৪৬টি। সব মিলিয়ে ৭৪ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন বিরাট কোহলি।তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ৯৫ রানের উদ্বোধনী জুটি
গড়েন রোহিত শর্মা আর শুভমান গিল। ৪২ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন করুণারত্নে। শুভমান গিলের সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। দুজনই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন।৮৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শুভমান।
শেষ পর্যন্ত ৯৭ বলে ১৪ চার ২ ছক্কায় ১১৬ রানে এই ওপেনারকে থামান কাসুন রাজিথা। উইকেটে তখন দাপট দেখাচ্ছেন কোহলি। ৪৮ বলে করেছেন ফিফটি। এরপর সেঞ্চুরি তুলে নিলেন ৮৫ বলে ১০ চার ১ ছক্কায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর ৪৩.২ ওভারে ২ উইকেটে ৩০৫ রান।