বিপিএলে সিলেটের পরিকল্পনা ফাঁস করতে চান না আকবর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দারুণ সুসময় পার করছিলেন তৌহিদ হৃদয়। যদিও আঙুলের ইনজুরির কারণে ২ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার। আসন্ন ম্যাচগুলোতে তার বদলে তিন নম্বরে

কে নামবেন সেটা গণমাধ্যমে ফাঁস করতে চান না হৃদয়েরই সতীর্থ আকবর আলী।চলতি বিপিএলে দারুণ ফর্মে ছিলেন হৃদয়। আসরে খেলা চারটি ম্যাচে তিন ইনিংস ব্যাটিং করে ৬৫ গড় ও ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে ১৯৫ রান করেন তিনি। প্রথম ম্যাচে

ব্যাটিং পাননি তিনি। দ্বিতীয় ম্যাচে করেন ৩০ বলে হাফ সেঞ্চুরি।তৃতীয় ম্যাচে করেন ৩৭ বলে ৫৬ রান। আর ইনজুরিতে পড়ার ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৮৪ রান। টানা তিন ম্যাচে ম্যাচসেরাও হয়েছেন হৃদয়। চট্টগ্রাম পর্বে হৃদয়ের বদলে তিনে কে

খেলবেন সেটা জানাতে নারাজ আকবর।উইকেটরক্ষক এই ব্যাটার বলেন, ‘দেখুন এটা আমাদের ম্যাচ পরিকল্পনার একটা অংশ। এটা আমি ফাঁস করতে পারব না। যেভাবে সে খেলছিল, অবিশ্বাস্য। তো তার বদলে যে-ই আসবে তার জন্য দায়িত্বটা

বড় অনেক। এটা কে করবে, সেটা আমি বলতে পারব না।’সুযোগ পেলে হৃদয়ের জায়গায় তিনিও তিনে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন আকবর, ‘আমি এত কিছু ভাবি না, দল যেখানে সুযোগ দেবে সেখানেই দেওয়ার চেষ্টা করি। হ্যা, সবাই চায় যে একটু

বেশি সময় ব্যাট করতে পারলে ভালো।”এখন টপ অর্ডারে তিনটা, চারটা জায়গা আছে, ব্যাটার একটা দলে খেলে সাত জন, তো কাউকে না কাউকে তো নিচের দিকে খেলতেই হবে। তো এখানে কিছু করার নাই। সুযোগ আসলে আমিও চেষ্টা করব

ওপরে ব্যাট করার, আমি সবসময় ফ্লেক্সিবল।’এবারের আসরে হৃদয়ের মতো দুর্দান্ত ফর্মে আছে তার দল সিলেট স্ট্রাইকার্সও। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের মধ্যে চারটিতেই জয়ের দেখা পেয়েছে তারা। চট্টগ্রাম পর্বে দুটি ম্যাচ খেলবে সিলেট।

আকবর জিততে চান এই দুটিতেও, ‘আমরা ঢাকা পর্বের চারটি ম্যাচই জিতেছি। মোমেন্টামটা আমাদের দিকে আছে। তো আমরা চেষ্টা করব চট্টগ্রাম পর্বে দুটো ম্যাচ আছে, সেখানেও এই মোমেন্টাম ক্যারি করার।’