একটা সময় বিপিএল কাঁপিয়েছেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডি ভিলিয়ার্স, রাইলি রুশো, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো আর ড্যারেন সামির মত এত নামিদামি তারকারা। এবার
এমন নামিদামি তারকা আনতে না পারলেও কেউ বসে নেই। সব দলই ভাল মানের ভিনদেশি ক্রিকেটার দলে ভেড়াতে ব্যস্ত।বেশ কয়েকটি আন্তর্জাতিক সিরিজ হচ্ছে একই সময়ে। আবার আরব আমিরাতে বসেছে টি-টোয়েন্টি আসর। দক্ষিণ আফ্রিকায়ও
শুরু হয়েছে ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। এ দুই জায়গায়ও অনেক নামী ক্রিকেটারের ঠিকানা এখন। বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর তাই নামিদামি ক্রিকেটার পেতে খুব কাঠখড় পোড়াতে হচ্ছে।চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ডেভিড মালান,
মোহাম্মদ নবি এবং ফজল হক ফারুকি বিপিএল ছেড়ে চলে গেছেন আরব আমিরাতের টি-টোয়েন্টি আসর খেলতে। একইভাবে রংপুর রাইডার্সের সিকান্দার রাজাও চলে গেছেন সেই একই টুর্নামেন্টে।সিকান্দার রাজার বিকল্প হিসেবে রংপুর উড়িয়ে
এনেছে পাকিস্তানের বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে। রোববার বিকেলের দিকে ঢাকায় এসে পৌঁছান পাকিস্তানের টি-টোয়েন্টি স্পেশালিস্ট মোহাম্মদ নওয়াজ।আগামী ১৭ জানুয়ারি মঙ্গলবার খুলনা টাইগার্সের বিপক্ষে পাকিস্তানি বাঁ-হাতি স্পিনিং অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে বলে জানা গেছে।