বিপিএলে আগের মত সেই ‘জৌলুস’ না থাকার কারণ জানিয়েছেন ওয়াহাব রিয়াজ

বিপিএলের এবারের আসরে খুলনা টাইগার্স দলের হয়ে খেলতে এসেছেন পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজ। তবে এবারে প্রথম নয় এর আগেও একাধিকবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন তিনি। তবে আগের মত সেই জৌলুস এখন

আর বিপিএলে দেখতে পাচ্ছেন না বলে জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। যে কারণে তিনি দায়ী করেছেন করোনা ভাইরাসকে।রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “আমার মনে হয় গত দুই বছর কোভিড-১৯ পুরো পৃথিবীর ফ্র্যাঞ্চাইজি

লিগকেই কঠিন করেছে। আমার মনে হয় বিপিএলের প্রতিদ্বন্দ্বীতা দারুণ, কারণ এখানে ক্রিকেট সহজ নয়। ব্যাটার বা বোলার হিসেবে আসলে কন্ডিশনে জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে”।“স্পিনাররা ভালো কাজ করছে, পেসার

হিসেবে আপনাকে খুব নিখুঁত হতে হবে পারফর্ম করার জন্য। বিপিএল কিছুই হারায়নি। এটা কেবল দুই বছর সব ফ্র্যাঞ্চাইজি লিগকেই কঠিন করে দিয়েছে। যত বেশি ক্রিকেট হবে, ততই অবস্থা ভালো হবে। ’এবারের বিপিএলে বড় বিতর্কের

নাম এডিআরএস। শনিবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটার জাকের আলি অনিকের আউট নিয়ে সমালোচনা তৈরি হয়। এমন ডিআরএস কি আর কোথাও দেখেছেন? এমন প্রশ্নে ওয়াহাব বলছেন, এডিআরএস না থাকাই ভালো।

তিনি বলেন, “সত্যি কথা বলতে এডিআরএস সমস্যা তৈরি করছে। আমাদের সঙ্গেও এক ম্যাচে এমন হয়েছিল। যদি আমার পছন্দের কথা বলেন, এডিআরএস না রেখে আম্পায়ারকে সিদ্ধান্ত নিতে দেবো। এটা আসলে ব্যাটার ও বোলার দুজনের ক্ষেত্রেই সংশয় তৈরি করে। আম্পায়ারদেরই বিচার করতে ও সেরাটা বেছে নিতে দেওয়া দরকার।”