বিপিএলের এডিআরএস না থাকায় বিসিবিকে ধুয়ে দিলেন সালাউদ্দীন!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সমালোচনার জল গড়িয়ে বন্যায় রূপ নিয়েছে। প্রতিনিয়ত গভীর হচ্ছে সেই সমালোচনার বন্যা। এবার বিপিএলের এডিআরএস নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

শনিবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ক্ষোভের বিষয়টি জানান কোচ সালাউদ্দিন। এসময় তিনি নিজেদের অসহায়ত্বের কথাও তুলে ধরেন। সমালোচিত বিপিএলের নবম আসর নিয়ে কোনো

রাখঢাক না রেখেই অকপটেই বলেছেন সবকিছু।সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো। আম্পায়াররা যা ইচ্ছা সিদ্ধান্ত দিয়ে দিলেই হয়। যেটি খালি চোখে বোঝা যাচ্ছে, সেটি

এডিআরএস দিয়ে হচ্ছে না…তাই আমার কাছে মনে হয় এর চেয়ে না থাকাই ভালো।’১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করছিল কুমিল্লা। ১৩.২ ওভারে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীকে বল করেন বরিশালের অফ স্পিনার ইফতেখার আহমেদ। লেগ

স্টাম্পের বাইরে পিচ করা বলটি আঘাত হানে জাকেরের প্যাডে। তবুও আবেদন করেন বরিশালের ফিল্ডাররা। তাতে সাড়াও দেন আম্পায়ার মোর্শেদ আলী খান। অবাক হয়ে জাকেরও সঙ্গে সঙ্গে রিভিউ নেন। রিপ্লেতেও দেখা যায় বলটি লেগ স্টাম্পের

বাইরে পিচ করেছে। কিন্তু টিভি আম্পায়ার তানভীর আহমেদ সেটিকে আউট বলে ঘোষণা করেন।আম্পায়ারদের এমন সিদ্ধান্ত দেখে শুধু জাকেরই অবাক হননি, মাঠের দর্শক থেকে শুরু করে ধারাভাষ্য কক্ষেও বিস্ময় দেখা যায়। আর ম্যাচ শেষে সেটি

নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এসময় তিনি শ্লেষাত্মকভাবে বলেন, ‘আম্পায়াররা হয়তো নতুন কোন রুলস বানিয়েছে। তাই আমার কাছে মনে হয়, তাদের যা ইচ্ছা দিয়ে দিলেই হয়। এডিআরএসের

দরকার নেই।’বিপিএলের নবম আসরের এই বিতর্ক এই প্রথম না। এর আগে অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনসহ রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এবং বিদেশি খেলোয়াড় ভ্যান ম্যাকেরেনও সমালোচনা করেছেন।