বিদায়ের আগে সৌম্য-মিঠুনের ব্যাটিং ঝড়ে সাকিবের বরিশালকে ৫ ‍উইকেটে হারিয়ে বড় জয় পেলো ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এবারের আসরে বিদায় অনেকটাই নিশ্চিত ঢাকার। তারা এখন যে অবস্থায় আছে, সেখান থেকে টুর্নামেন্টের শেষ চারে জায়গা পাওয়ার স্বপ্ন দেখাটাও অসম্ভব।তবে টুর্নামেন্ট থেকে বিদায়ের

আগে উড়তে থাকা বরিশালকে হারিয়ে দিল তারা। আজকে তারা বরিশালকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়েছে।ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৫৬ রান করে বরিশাল। ওপেনার এনামুল হক ৩৫ বলে ৪২ রান করেন।

এছাড়া ২৭ বলে ৩৯ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। করিম জান্নাত করেন ৫ বলে ১৭ রান। আর কেউই ভালো করতে পারেনি।জবাবে ব্যাটিং করতে নেমে ঢাকার দুই ওপেনার সৌম্য ও মিঠুন চড়াও হয় বরিশালের বোলারদের উপর।

৭৪ রানের উদ্বোধনী জুটি গড়ে তারা। সৌম্য ২২ বলে ৩৭ রান করে আউট হলে ভাঙে এই জুটি।আরেক ওপেনার মিঠুন এবং তিনে নামা আল মামুন ২৯ রানের আরেকটু গড়েন। মিঠুন ৩৬ বলে ৫৪ রান করে আউট হয়ে ভাঙে এই জুটি।

এরপর নাসির ও মামুন মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরমধ্যে মামুন ২১ বলে ২৬ রান করে বিদায় নেয়। মামুন যখন বিদায় নেয় তখন ঢাকার রান ১২২।এরপর নাসিরের সঙ্গে যোগ দেন আলেক্স ব্লাক।

এই জুটিতে জয়ের একেবারে কাছে পৌছে যায় ঢাকা। দলীয় ১৫১ রানের মাথায় সাকিবের বলে ব্লাব ১২ বলে ১৫ রান করে আউট হয়। ওই ওভারেই মাত্র এক রান করে আউট হয় আরিফুলও।