বাংলাদেশকে হতাশ করল ইংল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। তবে এই সিরিজে সময় কমাতে তারা কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না।
আগামী ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে

বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। বাংলাদেশের সঙ্গে তাদের সিরিজ শুরুর কথা ছিল মার্চের এক তারিখে। শুরুটা হত ওয়ানডে দিয়ে।তার পূর্বে ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ এবং ২৬ তারিখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল

তাদের। তবে এই দুটি ম্যাচ এখন আর তারা খেলবে না। সরাসরি ওয়ানডে দিয়েই যাত্রা শুরু হবে।বিসিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন এই তথ্য।

ইংল্যান্ড এই সফরে বাংলাদেশের বিপক্ষে যে তিনটি ওয়ানডে খেলবে তারমধ্যে দুটি মিরপুরে এবং একটি চট্টগ্রামে হবে। টি-টুয়েন্টি ম্যাচগুলোও ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। তবে সিলেটে কোন ম্যাচ রাখা হয়নি।