রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এখন অবস্থান করছে সৌদি আরবে। সেখানে তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠে নামার জন্য অপেক্ষা করছে। তার আগে আজকে সংবাদসম্মেলনে মুখোমুখি হয়েছিল বেনজামা।রোনালদো আল নাসেরে
যোগ দিয়েছেন। তাই তিনিও এখন সৌদি আরবে আছেন। রিয়াল মাদ্রিদের অনুশীলনে তিনি উপস্থিত হয়েছিলেন। তাকে পেয়ে রিয়ালের অনেক প্লেয়ারই ছবি তুলেছে। সেই ছবি আপলোডও দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।কিন্তু করিম
বেনজামা কোন ছবি আপলোড দেননি। তাই সাংবাদিকরা প্রশ্ন করেন তাকে, কেন তিনি কোন ছবি আপলোড দিলেন না?জবাবে বেনজামা বলেন, “আমি মনেকরি রোনালদো এখানে ভালো আছে। আমি আশাকরি সে এখানেও তার গোলের
ধারাবাহিকতা অব্যাহত রাখবে।“সে আমাদের অনুশীলনে এসেছিল। কিন্তু আমাদের কোন ছবির প্রয়োজন নেই বন্ধুত্ব প্রমানের জন্য। এসব প্রমানের জন্য টুইটার ইনস্টগ্রামেরও প্রয়োজন নেই।“এমনকি সে এখানে আসলেও, তাকে হ্যালো বলার সময়টাও আমার ছিল না। আশাকরি সে আগামীকাল ফাইনাল ম্যাচটি দেখতে আসবে এবং তখন তার সঙ্গে কথা হবে।”