বাংলাদেশ প্রিমিয়ার লিগকে এখন অনেকেই বিতর্ক প্রিমিয়ার লিগ অথবা বিগ প্রবলেম লিগ নামেই ডাকছেন। এর পিছনে অবশ্য বেশ কিছু কারণ ও রয়েছে। ইতিমধ্যেই বিপিএল কে নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে গিয়েছে বাংলাদেশে।
আইসিসির নিয়মকে তোয়াক্কা না করে নিজেদের মতো করে নিয়ম করে বিপিএলে বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।যে সমালোচনা এখনও চলছে চলবে। গত ম্যাচে বিসিবির কঠোর সমালোচনা করার জন্য
বড় ধরনের শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রধান কোচ মোঃ সালাউদ্দিন। এবার আজও বিসিবির ওই নিয়মের কঠোর সমালোচনা করেছেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। প্রতিটি ম্যাচেই আম্পিয়ারের বিতর্ক সিদ্ধান্ত নিয়ে
হচ্ছে হট্টগোল। আজও তার ব্যতিক্রম নয়।আজকের দিনের প্রথম ম্যাচে সিলেটের ইনিংসে ১২তম ওভারের শুরুতে আরাফাত সানির ফ্লাইটেড ডেলিভারি কিছুটা এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন মুশফিক। বল মিস করায় প্যাডে লাগলে
আবেদন করেন সানি। আম্পায়ার সাড়া না দিলে টিভি আম্পায়ারের দ্বারস্থ হন তিনি।রিপ্লেতে দেখা যায় লেগ স্টাম্পে ছিল ইমপ্যাক্ট। বল স্টাম্প মিস করতো কি-না স্পষ্ট বোঝা না গেলে ব্যাটারের পক্ষেই থাকে সিদ্ধান্ত। যদিও বল শেষ পর্যন্ত
স্টাম্প মিস করতো কি-না প্রযুক্তি না থাকায় তা বোঝার উপায় ছিল না। তবে বাঁহাতি বোলার হওয়ায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তে সূর মেলান টিভি আম্পায়ার।আম্পায়ারের সিদ্ধান্ত শেষ পর্যন্ত মেনে নিলেও মাঠে কিছুটা অসন্তোষ ঝরে ঢাকা
অধিনায়কের কণ্ঠে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, “বড় স্ক্রিনে দেখে আমার মনে হয়েছিল আউট। তবে আম্পায়ার সেটা নট আউট দিয়েছে, আমি জানি না সেটা কী নিয়মে নট আউট দিয়েছে। কিন্তু আমরা আম্পায়ারদের সম্মান করি, তাদের সিদ্ধান্ত আমরা মেনে নিবো।”