১৯৮৬ সা’লে মেক্সি’কোতে দি’য়াগো ম্যারা’ডোনা আর্জে’ন্টিনার হয়ে স’বশেষ শিরো’পা তু’লে ধরে’ছিলেন। এর’পর দী’র্ঘ তি’ন যু’গ অ’পে’ক্ষার পর কা’তারে মে’সির হাত ধরে আবা’রও শিরো’পা ঘ’রে আ’নে আলবি’সেলেস্তেরা। সে’ই শি’রোপা জ’য়ের তি’ন মা’সেরও
পর আজ শুক্রবার (২৪ মার্চ) বুয়েনেস এইরেসে হয়েছে সোনালি ট্রফি জয়ের উৎসব। বহু আরাধ্য সেই জয়ে লিওনেল মেসিদের সঙ্গে উচ্ছ্বাসে মেতেছে পুরো আর্জেন্টিনা। সেই উৎসবেই দলের সেরা তারকা জানালেন কবে আকাশী-নীল জার্সিতে
উঠতে যাচ্ছে চতুর্থ তারকা। এদিন দর্শকদের অভিবাদন জানাতে গিয়ে মেসি বলেন, চলুন এটা উপভোগ করি, এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা জিততে কতদিন লাগবে। আশা করি অনেক বছর লাগবে না।
এর আগে শুক্রবার (২৪ মার্চ) আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে ম্যাচে ২-০ গোলে জয়লাভ করে আলবিসেলেস্তেরা। ম্যাচে থিয়াগো আলমাদা ও লিওনেল মেসি গোল দুটি করেন। ম্যাচ শেষে পানামার খেলোয়াড়রাও এদিন মেসির
সঙ্গে লাইন বেধে ছবি তুলেছেন। গায়ের জার্সিতেই নিয়েছেন অটোগ্রাফ। মেসি ম্যাচ শেষে দর্শকদের সামনে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন। এ সময় দাঁড়িয়ে ম্যাচ শেষে দর্শকদের অভিবাদন জানান মেসি। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন
এ মহাতারকা। তিনি বলেন, আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই। শুধু বিশ্বচ্যাম্পিয়ন হিসেবেই নয়, কোপা আমেরিকার জন্যও। আমরা বলেছিলাম সম্ভাব্য সবকিছুর চেষ্টাই আমরা করব। ব্যক্তিগতভাবে আমি এই মুহূর্তটার
স্বপ্ন সবসময় দেখে এসেছি। আর্জেন্টিনায় ফিরে এসে দর্শকদের সঙ্গে উদযাপন করা, কোপা আমেরিকা, ফিনালিসিমা আর সবচেয়ে বড় অর্জন এই বিশ্বকাপ সবার সামনে তুলে ধরা।
এরপরই আর্জেন্টিনা দ্রুতই পরের বিশ্বকাপ জয় করবে উল্লেখ করে
মেসি বলেন, এই ট্রফিটা জিততে অনেক দীর্ঘ সময় লেগেছে। আমরা জানি না পরেরটা কবে জিতব। আশা করি অনেক বছর লাগবে না। এটা বোঝা গেছে যে, বিশ্বকাপ জেতাটা খুবই কঠিন। অনেক কিছুর ওপর নির্ভর করে। শুধু একটি ভালো দল
থাকলেই হয় না, আরও অনেক কিছু পক্ষে থাকতে হয়। এখন সময় তিন তারকা উপভোগের।উল্লেখ্য, কাতার মঞ্চে অংশগ্রহণের মধ্য দিয়ে মেসি মোট পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। এর মধ্যে ২০১৪ আসরে ফাইনালে উঠলেও হেরে যান জার্মানির কাছে।
তবে ৩৫ বছর বয়সী মেসির বিশ্বকাপের দীর্ঘ অপেক্ষা ঘুচে কাতারে। পরবর্তী বিশ্বকাপে তিনি খেলবেন কিনা সেটি এখনও নিশ্চিত নন তিনি। তবে তিনি জাতীয় দলের অধ্যায় আরও কিছুটা দীর্ঘ করারই ইঙ্গিত দিয়েছিলেন। সতীর্থ ও কোচও চান আরও একটি আসরে সামনে থেকেই নেতৃত্ব দিক ক্ষুদে জাদুকর।