আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের নায়ক জিতেছেন ফিফা দ্যা বেস্ট অ্যাওয়ার্ড। হয়েছেন ফিফার বর্ষসেরা গোলকিপার। আলবিসেলেস্তেদের গোলবারের প্রহরী জানিয়েছেন, বাবা-মা ছিল তার অনুপ্রেরণা।সোমবার রাতে ফ্রান্সের
রাজধানী প্যারিসে জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২১–২২ মৌসুমের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কাতার বিশ্বকাপ পর্যন্ত সেরাদের পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে।বর্ষসেরা গোলকিপারের পুরস্কার
গ্রহণের পর আর্জেইন্টাইন গোলকিপার বলেছেন, ‘এই অর্জনে আমার পরিবার, অ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনার অনেক মানুষ আমাকে সমর্থন করেছে। জাতীয় দলের হয়ে খেলাটা আমার জীবনের স্বপ্ন ছিল।’‘লোকেরা আমাকে
জিজ্ঞেস করে ছোটবেলায় তুমি কোন গোলকিপারের মত হতে চেয়েছিলে? আমার উত্তর ছিল, আমি আমার মাকে দিনে আট ঘন্টা ভবন পরিষ্কার করতে দেখেছি, আমি আমার বাবাকে অনেক পরিশ্রম করতে দেখেছি – তারাই আমার প্রতিমা।’