আ’ই’পি’এ’লে’র এ’বা’রে’র মৌ’সু’মে ক’ল’কা’তা না’ই’ট রা’ই’ডা’র্সে’র (কে’কে’আ’র) হ’য়ে খে’লা’র ক’থা ছি’ল সা’কি’ব আ’ল হা’সা’নে’র। কি’ন্তু না’না জ’টি’ল’তা’য় শে’ষ প’র্য’ন্ত সা’কি’ব আ’ই’পি’এ’ল’কে ‘না’ ব’লে দি’য়ে’ছে’ন।জা’তী’য় দ’লে’র খে’লা থা’কা’য় সা’কি’ব’কে ছা’ড়’পত্র
দে’য়’নি বি’সি’বি। ক’থা ছি’ল, আ’য়া’র’ল্যা’ন্ডে’র বি’প’ক্ষে টে’স্ট শে’ষে কে’কে’আ’রে যো’গ দে’বে’ন বি’শ্ব’সে’রা অ’ল’রা’উ’ন্ডা’র। কি’ন্তু ঝা’মে’লা এ’খা’নে’ই শে’ষ হ’য়’নি।আ’ই’পি’এ’ল শু’রু হ’য়ে’ছে ৩১ মা’র্চ। আ’ই’রি’শ’দে’র বি’প’ক্ষে টে’স্ট শু’রু হ’য় ৪ এ’প্রি’ল থে’কে।
যে’হে’তু সা’কি’বে’র এ’ই টে’স্ট খে’ল’তে হ’চ্ছে, তা’ই টে’স্ট শে’ষ ক’রে যে’তে যে’তে কে’কে’আ’রের’ বে’শ ক’য়ে’ক’টা ম্যা’চ মি’স হ’য়ে যে’তো।এ’র’প’র ৯ মে থে’কে ১৪ মে প’র্য’ন্ত আ’বা’র ইং’ল্যা’ন্ডে’র মা’টি’তে আ’য়া’র’ল্যা’ন্ডে’র বি’প’ক্ষে তি’ন ম্যা’চে’র ফি’র’তি ও’য়া’ন’ডে
সিরিজ আছে বাংলাদেশ। সাকিব সেখানে খেললে, আবারও আইপিএল ছাড়তে হতো।সবমিলিয়ে টুর্নামেন্টের অনেকটা সময় সাকিবকে পাওয়া যাবে না ভেবে তার বদলে আরেকজন বিদেশি খেলোয়াড় নেওয়ার প্রস্তাব পাঠায় কেকেআর। সাকিব
সেই প্রস্তাবে রাজি হয়ে আইপিএল থেকে সরে দাঁড়ান।কিন্তু কেকেআর নাকি সাকিবকে পেতে জোর চেষ্টা করেছিল, বেশ কয়েকটি উপায়ে। কিন্তু উপায়ন্তর না দেখে বাধ্য হয়েই শেষ পর্যন্ত বিকল্প ভাবে। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
কেকেআরের কোনো প্রস্তাবেই রাজি হয়নি। কলকাতার জাতীয় দৈনিক ‘আনন্দবাজার’ দাবি করেছে এমনটাই।তারা জানিয়েছে, যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটন দাসকে দলে পেতে নাকি বিশেষ
প্রস্তাব দিয়েছিল কেকেআর।আনন্দবাজারের দাবি, টেস্ট দলে প্রথমে ছিলেন না সাকিব। কেকেআর বিসিবিকে প্রস্তাব দিয়েছিল, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কেকেআরের হয়ে খেলুক।
টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক।আবার যখন মে মাসে বাংলাদেশ ইংল্যান্ডে মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে যাবে, সেই সময় সাকিবকে ছেড়ে দিবে কেকেআর, লিটন থাকবেন আইপিএলে। সিরিজ শেষ হয়ে গেলে সাকিব
আবার যোগ দেবেন কেকেআরে। তাহলেই দুই পক্ষের সমস্যা মিটে যাবে। এমন প্রস্তাব ছিল কেকেআরের পক্ষ থেকে।কিন্তু কেকেআরের এই প্রস্তাব মানেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বিসিবি দেশের দুই ক্রিকেটারকে জাতীয়
দলের একটি খেলাতেও ছাড়তে চায়নি। সাকিবকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে রাখা হয়। যার ফলে তার আইপিএল খেলায় সমস্যা হয়। যার ফলশ্রুতিতে নাম শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব।