ফরচুন বরিশালের ইফতেখার আহমেদকে চাচা বলে সম্বোধন করার আসল কারণ জানালেন নিজেই

ফরচুন বরিশালের অলরাউন্ডার ইফতেখার আহমেদকে তার জাতীয় দলের সতীর্থরা ‘চাচা’ বলে ডাকেন। ফ্র্যাঞ্জাইজি লিগেও স্থানীয়রা তাকে ‘চাচা’ বলেন। ৩২ বছর বয়সী এই মারকুটে স্পিন অলরাউন্ডারের ওই ডাকনাম কীভাবে হলো?

চট্টগ্রামের র‌্যাডিসন হোটেলে এক সাক্ষাৎকারে নিজেই ওই গল্প বলেছেন ইফতেখার। ‘চাচা’ হওয়ার কারণ জানতে চাওয়ায় তিনি হেসে বলেন, ‘তাহলে গল্পটা শোনাই। এর পেছনে ছোট একটা ঘটনা আছে।’তিনি বলেন, ‘আমাদের জিম্বাবুয়ের

বিপক্ষে ম্যাচ ছিল। ক্রিজে ছিলেন ব্রেন্ডন টেলর। আমি বোলিং করছিলাম। অধিনায়ক বাবর আজমকে বলছিলাম, আমার বল স্পিন করছে। মিড উইকেটের ফিল্ডার সামনে এনে স্কয়ার লেগকে বাইরে পাঠাও। কারণ টেলর খেলবে মিড উইকেটে।

কিন্তু স্পিনের কারণে বল যাবে স্কয়ার লেগে।’পরের বলে কথা মতো কাজ। পা বাড়িয়ে টেলর শট মেরে স্কয়ার লেগে ক্যাচ দেন। ইফতেখার জানান বিষয়টি নিয়ে বাবর আমাকে বলতে শুরু করে, “ওয়েলডান! চাচা-এ-ক্রিকেট।’

মানে বাবর বলতে চেয়েছিল, আপনি খুব বুদ্ধিমানের মতো ভেবেছেন। বাবরের এই কথা স্টাম্প মাইকে সবাই শুনে ফেলে। ম্যাচ শেষে মোবাইল হাতে নিয়ে দেখি সবাই আমাকে ‘চাচা, চাচা’ বলে বার্তা পাঠাচ্ছেন।”