এক সময় স্পিন নির্ভর দল হলেও বর্তমানে বাংলাদেশ যেন পেসারদের উপরই নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে মাঠে পেসারদের পারফরম্যান্সই তাদের উপর আস্থা রাখার মূল কারণ। আয়ারল্যান্ড সিরিজেও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশের
পেসাররা। বিশেষ করে, শেষ ম্যাচে টাইগারদের জয়ের মূল নায়ক বাংলাদেশের পেসাররাই। বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৮.১ ওভারে ১০১ রানেই গুটিয়ে যায় আইরিশরা। আয়ারল্যান্ডের যে ১০ উইকেটের পতন ঘটেছে
তার সবকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। টাইগারদের তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ আর এবাদত হোসেন মিলেই গুঁড়িয়ে দিয়েছেন আইরিশ ব্যাটারদের। হাসান মাহমুদ একা নিয়েছেন ৫ উইকেট, তাসকিনের শিকার
৩টি আর বাকি দুটি উইকেট লাভ করেন এবাদত।বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ফরম্যাটেই পেসারদের ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব ছিল না। আগে পেস বোলিংয়ে ৯ উইকেট ছিল ৪ বার, সেটিও টেস্ট ফরম্যাটে। আর ওয়ানডেতে আগে সর্বোচ্চ ছিল ৮ উইকেট। এবারই প্রথম ইতিহাস গড়ে প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসাররা।