আগের থেকে জানা ছিলো বাংলাদেশ দলের অনুশীলন নেই মঙ্গলবার। চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের বিশ্রামে পুরো দল। তবে এই বিশ্রামে সময়টা হোটেলে কক্ষবন্দী থাকলেন না বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি
অধিনায়ক। সিরিজ চলাকালে সাকিব আল হাসানের বিজ্ঞাপনে অংশ নেয়া এখন আর নতুন কিছু নয়।ইংল্যান্ড সিরিজ শেষ হতেই দুবাইয়ে আলোচিত এক স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান সাকিব। দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে
সিরিজেও বাণিজ্যিক কর্মকান্ডে অংশ নেন সাকিব।ঢাকায় বাংলাদেশ বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব। শেষ ওয়ানডের আগে সাকিব অংশ নেন আরো এক বিজ্ঞাপন চিত্রে। রাজধানীর দক্ষিণ বনশ্রীতে
একটি শুটিং হাউজে রুচি সসের বিজ্ঞাপনে অংশ নেন তিনি।চলতি মাসের মার্চের ১১ তারিখে, ডিপিএলে মোহামেডান ক্লাবের সঙ্গে এক বৈঠকে সাকিব আশ্বস্ত করেছিলেন সব ম্যাচ খেলার চেষ্টা করবেন। মোহামেডানে সাকিব সব ম্যাচ খেলবেন এমনটা
শুনে উস্মা প্রকাশ করেছিলেন অনেকে। সিরিজ চলাকালে সাকিব বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন ঠিকই।কিন্তু প্রতিশ্রুতির কথা শোনালেও কিন্তু ঘরােয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ আসর ডিপিএলে মোহামেডানের হয়ে সাকিব কয়টা ম্যাচ খেলবেন তা এখনো অনিশ্চিত।
এবার চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে সাকিব আবারো ধরা দিলেন বিজ্ঞাপন চিত্র তৈরিতে। সিরিজ চলাকালে বাণিজ্যিক কর্মকান্ডে সাকিবের অংশগ্রহণ এবারই প্রথম নয়। বিভিন্ন সময় খবরের শিরোনাম হয়েছেন সাকিব বহুবার। তাই তো বলতেই হয়, সাকিবের শ্যুটিং চলছেই।