বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে জাতীয় দলের অলরাউন্ডার সৌম্য সরকারের। জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও ঘরোয়া ক্রিকেট লিগে রান পাচ্ছেন না তিনি। এর আগেও ঢাকা প্রিমিয়ার লিগে সাইড বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছে সৌম্য সরকারকে।
নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রমও করে যাচ্ছেন সৌম্য সরকার। কিন্তু কিছুতেই ফলাফল আসছে না তার দিকে। বিপিএল ভালো খেলার প্রত্যাশা করেছিলেন তিনি কিন্তু সেখানেও ব্যর্থ। এখন পর্যন্ত খেলা তিন ম্যাচের কোন ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স
করতে পারেনি সৌম্য সরকার।বিপিএলে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ১৩ বলে ১৬ দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৯ বলে ৬ এবং সর্বশেষ গতকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঁচ বলে করেছেন ৪ রান।২০১৪ সালে ডিসেম্বরে জিম্বাবুয়ের
বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সৌম্য সরকারের। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পান তিনি। এরপর থেকেই চলে সৌম্য সরকারের ব্যাটিং ঝলক।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ১২৭ রানের অপরাজিত ইনিংস খেলে নিজেকে প্রমাণ করেছিলেন সৌম্য সরকার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ দুই ম্যাচে অপরাজিত ৮৮ এবং ৯০ রান
করে জাতীয় দলের এক প্রকার নিয়মিত সদস্য হয়ে দাঁড়ানো সৌম্য সরকার।কিন্তু এরপর আর সৌম্য সরকারকে পাওয়া যায়নি তার সেরা ছন্দে। একাধিকবার জাতীয় দলের সুযোগ পেলেও নিজের জায়গা আর পাকাপাকিভাবে করতে পারেননি তিনি। এখন জাতীয় দলের থেকে অনেকটাই দূরে চলে গেছেন সৌম্য সরকার।