আ’ইপি’এ’লের এ’বা’রের আ’স’রে ক’ল’কা’তা না’ই’ট রা’ইডা’র্সে র’য়ে’ছেন দু’ই বাং’লা’দে’শি তা’র’কা সা’কি’ব আ’ল হা’সা’ন ও লি’টন দা’স। ক’ল’কা’তার প্রতি’দ্ব’ন্দ্বি’তা’পূর্ণ এ’কা’দ’শে সা’কি’ব-লি’ট’নের জা’য়’গা হ’বে কি না সে’ই আ’লো’চ’না চা’র’দি’কে।ভা’র’তের ক্রি’কে’ট বি’শ্লে’ষক আ’কা’শ
চোপড়া মনে করেন, লিটন সুযোগ না পেলেও কলকাতার একাদশে নিশ্চিতভাবেই থাকছেন সাকিব।আইপিএল শুরুর প্রাক্বালে কলকাতার স্কোয়াড নিয়ে আলোচনার সুবাদে আকাশ তুলে ধরেন কলকাতার সম্ভাব্য একাদশ, যেখানে ১১ জন ক্রিকেটারের নাম
না জানালেও ৮ জন ক্রিকেটারের কথা উল্লেখ করেছেন, যাদের কলকাতার সেরা একাদশে জায়গা দেওয়া উচিৎ বলে মনে করেন তিনি।আকাশ বলেন, ‘উইকেটরক্ষক হিসেবে গুরবাজ, জগদীশান ও লিটন রয়েছে। লিটন ওপেনার, ব্যাটিং ভালো
করছে, কিপিংয়েও ভালো। তাকে আমি অনেক সম্মান দেই, বাংলাদেশের হয়ে দারুণ খেলছে। বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। গুরবাজ আগ্রাসী ব্যাটার, বড় শট খেলতে পারে। গত বছর গুজরাটে অবশ্য কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি।
তবে কলকাতার হয়ে মাঠে নামলে সে বড় বড় সব শট খেলতে পারে।’তবে লিটনকে রেখে গুরবাজকেই বেছে নিয়েছেন আকাশ। তিনি বলেন, ‘ভেঙ্কাটেশ আইয়ারের সাথে ওপেনিংয়ে কাকে রাখা যায় এটা বড় প্রশ্ন। বিদেশি কাউকে রাখলে গুরবাজ অথবা
লিটন থেকে যেকোনো একজন… আমি গুরবাজের কথাই বলব। জগদীশান টি-টোয়েন্টির চেয়ে ওয়ানডেতে ভালো। ওর স্ট্রাইক রেট টি-টোয়েন্টিসুলভ নয়।’তিনে রেখেছেন অধিনায়ক নিতিশ রানাকে, রিঙ্কু সিং আছেন চারে। সাকিবকে রেখেছেন পাঁচে।
আকাশ বলেন, ‘পাঁচে কাকে রাখা যেতে পারে? সাকিবকেই পাঁচে খেলাতে হবে।’তৃতীয় বিদেশি হিসেবে আন্দ্রে রাসেলকে রেখেছেন ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে। একাদশের জন্য যে ৮ জনকে অবধারিত ধরে রেখেছেন, তাদের মধ্যে আরও আছেন
উমেশ যাদব ও শার্দূল ঠাকুর।নারাইনকে বোলার হিসেবে গণ্য করলেও প্রয়োজনে তাকে ওপেনার হিসেবে ব্যবহারের সুযোগ দেখছেন।ডেভিড ভিসাকে একাদশে রাখতে গেলে রাসেল ও নারাইন থেকে যেকোনো একজনকে একাদশে রাখা উচিৎ বলেও
মনে করেন আকাশ। সেক্ষেত্রে উইকেট ও কন্ডিশনেরও থাকতে পারে বড় ভূমিকা।সাকিবকে একজন ‘গ্রেট খেলোয়াড়’ হিসেবেও আখ্যায়িত করেন আকাশ। তবে টি-টোয়েন্টিতে সাকিবের ব্যাটিং কলকাতার ভঙ্গুর লাইনআপকে কতটা ভরসা
দেবে, তা নিয়ে খানিক সন্দিহান তিনি। তাই দ্রুত রান তোলার গুরুদায়িত্ব রাসেলকে পালন করতে হবে বলে মনে করেন আকাশ। কলকাতার ব্যাটিং ইউনিট নিয়ে হতাশ আকাশ মনে করেন, দুইবারের চ্যাম্পিয়নরা প্লে-অফে কোয়ালিফাই করতে পারবে না এবার।