ধো’নিকে ছে’ড়ে স’বা’র স’ঙ্গে হা’ত মে’লা’লেন হা’র্দিক, অ’প’মান দে’খে বি’ব্রত মা’হি’র’ মু’খ, ভি’ডিও ভা’ই’রাল

বি’শ্ব ক্রি’কে’টে’র স’ব’চে’য়ে ব’ড় টু’র্না’মে’ন্ট ই’ন্ডি’য়া’ন প্রি’মি’য়ার লি’গ (আ’ই’পি’এল ২০২৩) শু’রু হ’য়ে’ছে। গু’জ’রা’টের ন’রে’ন্দ্র মো’দি স্টে’ডি’য়া’মে গ’ত ব’ছ’রে’র চ্যা’ম্পি’য়’ন গু’জ’রা’ট টা’ইটা’ন’স এ’বং ম’হে’ন্দ্র ‘সিং ধো’নি’র নে”তৃ’ত্বাধী’ন চে’ন্না’ই সু’পার কিং’সের ম’ধ্যে

আইপিএলের ১৬ তম মরসুমের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ম্যাচ শুরুর আগে গুজরাট অধিনায়ক হার্দিক এমন একটি কাজ করলেন, যার কারণে তিনি চেন্নাই

সুপার কিংসের ভক্তদের চোখে পড়ে গেলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে হার্দিকের এই কাজের ভিডিও।আইপিএল ২০২৩ শুরু হওয়ার আগে, আইপিএল ২০২৩ (আইপিএল ২০২৩) এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল যেখানে আইপিএল

ট্রফিটি মঞ্চে আনা হয়েছিল। গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ড্য, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল একসঙ্গে মঞ্চে দাঁড়িয়েছিলেন।

এদিকে, হার্দিক পান্ডিয়া যখন ট্রফি নিয়ে আসছিলেন, তখন পাশ দিয়ে যাওয়ার সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে করমর্দন করেননি তিনি। বরং পাশে দাঁড়িয়ে অরুণ ধুমল ও জয় শাহের সঙ্গে করমর্দন করেন। ভক্তরা সহ্য করতে পারছেন না হার্দিক

পান্ডিয়া মহেন্দ্র সিং ধোনিকে এভাবে উপেক্ষা করে, তার অভিনয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে।ভিডিও দেখা আইপিএল ২০২৩ এর প্রথম ম্যাচে গুজরাট টাইটানস এবং চেন্নাই সুপার কিংসের দল মুখোমুখি। গুজরাট

টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাট করতে নেমে, চেন্নাই সুপার কিংস ভালো শুরু করতে পারেনি কারণ দলটি প্রথম ধাক্কা পায় ডেভন কনওয়ে ১৪ রানে আউট হওয়ার কারণে।

যদিও এরপর দলের হাল ধরেন ঋতুরাজ গায়কোয়াড় ও মঈন আলি। কিন্তু কিছুক্ষণ পর রশিদের বলে ক্যাচ দেন মঈন সাহা। এই খবর লেখা পর্যন্ত চেন্নাই ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫০ রান করেছে। ১৩ বলে ২৪ রান করার পর খেলছেন গায়কওয়াদ।