এ স’ফ’রে এ’খ’ন প’র্য’ন্ত যে’টির মু’খো’মুখি হ’য়ে’ছে আ’য়ার’ল্যা’ন্ড, এ’বা’র সে’টি’ই যে’ন ফি’রি’য়ে দি’ল তা’রা। সি’রি’জে’র শে’ষ ও তৃ’তী’য় টি-টো’য়ে’ন্টি’তে বাং’লা’দে’শে’র বি’প’ক্ষে ৭ উ’ই’কে’টের দা’পু’টে জ’য় পে’ল স’ফ’রকা’রী দ’লটি।ট’সে জি’তে আ’জ ব্যা’টিং’ নি’য়েছি’লেন সা’কি’ব,
কিন্তু আগ্রাসী অ্যাপ্রোচ ঠিক কার্যকর হয়নি। কমবেশি সবাই বড় শটের চেষ্টাতেই আউট হয়েছেন। এমন ব্যাটিংয়ে সফল হতে যে ব্যর্থতার স্বাদ পেরিয়ে যেতে হয়, সেটিই আজ টের পেয়েছে বাংলাদেশ। শামীম হোসেনের ৪২ বলে ৫১ রানের ইনিংসে বাংলাদেশ
১০০ পেরিয়ে পায় লড়াই করার মতো মোটামুটি একটা সংগ্রহ।কিন্তু চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটে পল স্টার্লিংয়ের ৭৭ রানের ঝোড়ো ব্যাটিংয়ে সে সংগ্রহ পাত্তা পায়নি একেবারেই। দাপুটে জয়ে শেষ ম্যাচে এসে সান্ত্বনা পেয়েছে আয়ারল্যান্ড, এড়িয়েছে
ধবলধোলাই।ম্যাচ শেষে সাকিব বলেন: আমরা ভালো ব্যাটিং করিনি, উইকেট হারাতে থাকি। কিন্তু আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলতে চাই তার সাথেই তা ঘটে।আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চান না। আমরা যদি খুব ভালো দল হতে চাই,
তাহলে আমাদের এভাবেই খেলতে হবে। কিছু খেলায় ব্যর্থ হতে পারে।আমরা কয়েকদিনের মধ্যে টেস্ট ম্যাচ খেলব, ঢাকায় যাবো, এবং দেখব আমরা কী করতে পারি। ইংল্যান্ড সিরিজের পর আমরা খুব ভালো খেলেছি। আজ আমাদের দিন ছিল না কিন্তু আয়ারল্যান্ডের জন্য কৃতিত্ব ছিল।