এবার দলীয় সর্বোচ্চ সংগ্রহের ম্যাচ বাংলাদেশ জিততে পারেনি বৃষ্টির কারণে। বৃষ্টির শঙ্কা রয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতেও। ম্যাচের আগের দিন সকালে সিলেটে হয়েছে বৃষ্টি।যে
কারণে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর সময় দশটা থেকে পিছিয়ে নেওয়া হয়েছে দুপুর একটায়। প্রথম দুই ম্যাচেই দাপুটে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩৩৯ রান তুলে দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে।পরের ম্যাচেই
সেটি ভেঙে যায় ৩৪৯ রান জমা করলে। ব্যাটিংয়ে নানা প্রাপ্তি আর রেকর্ডের ফুলঝুরি ছুটিয়েও প্রত্যাশিত জয়ের দেখা পায়নি বেরসিক বৃষ্টির কারণে। আবহাওয়ার পূর্বাভাসে শেষ ম্যাচেও রয়েছে বৃষ্টির চোখ রাঙানি।