ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজেও জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। সোমবার চট্টগ্রামে আয়ারল্যান্ডকে বৃষ্টি আইনে ২২ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল। ম্যাচে আইরিশ ব্যাটারদের বল হাতে বেশ ভুগিয়েছেন
পেসার তাসকিন আহমেদ। এই পেসার মাত্র ১৬ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এটা তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারও। এর মধ্যে ১ ওভারেই ৩ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ব্যাটিং ইউনিটকে এলোমেলো করে দেয়ার কাজটা শুরু
করে দিয়েছিলেন এই ডানহাতি পেসারই। ম্যাচ শেষে আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও তাসকিনের প্রশংসা করেছেন।তাসকিন বর্তমান সময়ে বাংলাদেশের সেরা পেসার। এই টাইগার পেসারকে যতবারই দেখেছেন ততবারই মুগ্ধ হয়েছেন
এই আইরিশ ব্যাটার। প্রতিবারই তাসকিনকে দেখে তার মনে হয়েছে আগেরবারের চেয়ে আরও উন্নতি করেছেন তিনি। এ কারণেই তাসকিনে মুগ্ধ হয়েছেন তিনি।স্টার্লিং বলেন, ‘আমি অনেকদিন ধরে তাসকিনকে দেখছি। আমি প্রতিবারই তাসকিনকে যখন দেখেছি সে অনেক অনেক উন্নতি করেছে। তার গতি বেড়েছে। তার আগ্রাসী মনোভাব বেড়েছে। তার বিপক্ষে খেলা সত্যিই কঠিন।’