ব্যাট হাতে ভালো ফর্মে ছিলেন না তামিম ইকবাল খান। চলতি বিপিএলের আগেও জাতীয় লিগেও রান খরায় ছিলেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক। চলতি বিপিএলে অবশ্য এক ম্যাচে ৪০ রান করেছেন। কিন্তু সেটি অনেক ধীরলয়ের ইনিংস।
অবশেষে খোলস ছেড়ে বেরিয়েছেন তামিম।এই ক্রিকেটারের বিপিএলে ২৪তম ফিফটিতে এবারের আসরের প্রথম জয় পেয়েছে খুলনা টাইগার্স। ম্যাচ শেষে খুলনার হয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের বিদেশি পেস বোলার পল ম্যাকরেন। জানালেন
তামিম স্মার্ট ক্রিকেট খেলেছে। তিনি বলেন,“আমার মনে হয় ওর ওপর চাপটা কম ছিল। আমাদের প্রতি বলে এক রান করে প্রয়োজন ছিল। আর আমাদের দুটো বড় ওভার এসেছিল, দশের মতো এসেছে, সেটা শুরুর আট-নয় ওভারে। চাপটা
সরিয়ে দিয়েছিল। সে ইনিংস ও টেম্পোটা নিয়ন্ত্রণ করছিল। যখন মনে করেছে সে কোনো বোলারকে উড়িয়ে মারতে পারবে, সে তা করেছে। সে স্মার্ট ও ক্যালকুলেটেড ক্রিকেট খেলেছে।”দলের অধিনায়ক না হয়েও তামিম গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখছেন পর্দার আড়ালে। ম্যাকরেন বলেন, “আমার মনে হয় সে পর্দার আড়ালে অনেক কিছুই করছে। দলকে সাহায্য করছে, ম্যানেজমেন্টকে সাহায্য করছে। নিজের অভিজ্ঞতাটা ভাগ করছে ইয়াসিরের সঙ্গে, যার কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে। আর আজ আমাদের মনে হচ্ছিল আমরা জানতাম আমরা কী করছি”