ড্রেসিং রুম থেকে মাশরাফি দিলেন ইশারা! সাথে সাথেই মাঠে যা ঘটলো সোসাল মিডিয়ায় প্রশংসার ঝড়

সামাজিক যোগাযোগমাধ্যম কি তরুণ প্রজন্মের উত্তোরন-বিকাশে বড় বাধা? দেশের ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কিন্তু তেমনটাই মনে করেন।মাশরাফির ধারণা, তামিম-মুশফিকদের ক্যারিয়ারের শুরুতে

যদি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবটা এত প্রবল থাকতো, তাহলে তারা এত বড় তারকা হয়তো হতে পারতেন না।আজ বৃহস্পতিবার সিলেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপে মাশরাফি বলেন, ‘আমি মনে করি আমাদের

প্রজন্ম সৌভাগ্যবান যে আমাদের সময় সামাজিক যোগাযোগমাধ্যম ছিল না। যদি সামাজিক যোগাযোগমাধ্যম তখন (এমন) থাকতো, তাহলে তামিম হয়তো তামিম হতে পারতো না। মুশফিক তো ইন অ্যান্ড আউট ছিল, মাহমুদউল্লাহ

রিয়াদ একই জিনিস। বাংলাদেশের প্রেক্ষাপট যদি দেখেন। যারা ১০-১২ বছর খেলেছে, এভাবেই সেটেলড হয়েছে।’মাশরাফি যোগ করেন, ‘লিটনের ক্ষেত্রেও একই জিনিস। তাকেও অনেক কথা বলা হয়েছে একটা পর্যায়ে। এসব কিন্তু চলেছে।

এসবের ভেতর দিয়েই খেলোয়াড়কে খেলতে হবে। কিছু করার নাই। কারণ আপনি তো আরেকজনকে বদলাতে পারবেন না। যেটা আপনি পারবেন, নিজেকে নিজের নিয়ন্ত্রক করা।’ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে পজিটিভের চেয়ে

নেগেটিভ বিষয় নিয়েই বেশি আলোচনা হয়, মনে করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়েই হয়, তা না।যখন যাকে মনে হলো, দুইটা লাইক কমেন্টের আশায় কিংবা আনন্দ

দেওয়ার আশায় মানুষ নেতিবাচক জিনিসগুলোই পিক করে। এই দেশে তো ফেসবুকে পজিটিভ কিছু লিখে ভালো কিছু পাওয়া যায় না। এই কারণ পজিটিভ জিনিসগুলো ফেসবুকে আপনি কম পাবেন।’