টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন ইংল্যান্ড

নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে গেছে, ক্রিকেট পাড়াই সবারই তা জানা। ওয়ানডের পর এবার টাইগারদের সামনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এক দিনের ওয়ানডে সিরিজে

হারালেও বর্তমান বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ইংলিশ বাহিনি।আজ ৮ মার্চ বুধবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করলেন ইংলিশ দলের অন্যতম তারকা পেসার ক্রিস ওকস। তার দাবি,

আমরা সিরিজ জিতেছি, তবে আমাদের জন্য কাজটা মোটেও সহজ ছিল না।ওকস জানালেন, বাংলাদেশ নিঃসন্দেহে ভালো দল। আমার মনে হয়, যখনই আপনি বাংলাদেশের বিপক্ষে খেলবেন; বিশেষ করে ঘরের মাঠে আপনাকে কঠিন

পরীক্ষা দিতে হবে। আমরা যতবারই ওয়ানডে সিরিজ খেলতে এসেছি, ততবারই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।এই পেসারের ভাষ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ছোট করে দেখার সুযোগ নেই।তিনি আরও যোগ করেন, এটা সত্য

যে আমরা বিশ্বকাপ জিতে এসেছি, তবে সত্যি কঠিন কন্ডিশন। এটা আমাদের জন্য বড় পরীক্ষার কারণ হবে।উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার। বাংলাদেশ সময় বিকেল ৩টায় চট্টগ্রামে মাঠে গড়াবে ম্যাচটি। আর সিরিজের বাকি দুই ম্যাচ হবে ঢাকার মিরপুরে।