২০১২ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন চ্যাড বোয়েস। এক দশক পর, নিউজিল্যান্ডের হয়ে তার ওডিআই অভিষেক। ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন ২০ বছর ধরে আমার রক্তে মিশে আছে এবং তা এখনও আমার রক্তে রয়ে গেছে। শুধু পার্থক্য হল ব্যাজ বদলে গেছে।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য প্রথমবারের মতো নিউজিল্যান্ড দলে পান ডাক, প্রথম ম্যাচেই সেরা একাদশে চ্যাড বোয়েসের নাম। স্বপ্নের এক অভিষেক। প্রথম বলেই চার মেরে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ওপেনার বোয়েস।
কিন্তু লাহিরু কুমারার বলে লিডিং এজ হওয়ার আগে চ্যাড বোয়েসের প্রথম আন্তর্জাতিক ইনিংস শেষ হয় ১৪ রানে!২০১৫ সালে নিউজিল্যান্ডে আসার আগে ২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব করেছিলেন।
চ্যাড বোয়েসের নেতৃত্বেই সেই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে ৩য় স্থান-নির্ধারণ ম্যাচে হারায়।দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেওয়ার তিন বছর পর, তিনি নিজে থেকে ক্রাইস্টচার্চে আসেন এবং স্টিফেন ফ্লেমিং-এর সাহায্যে তিনি সিডেনহাম ক্রিকেট ক্লাবে যোগ দেন এবং নিউজিল্যান্ডে তার নতুন ক্যারিয়ার এবং জীবন গড়তে শুরু করেন।