চরম নাটকীয়তার পর ডেভিড মুরকে হেড পদে নিয়োগ দিল বিসিবি

সবার চোখ হেড কোচের দিকে। কে হবেন টাইগারদের প্রধান প্রশিক্ষক? চন্ডিকা হাথুুরুসিংহে, নাকি অন্য কেউ? সে গুঞ্জনে মুখর ক্রিকেটপাড়া। ভেতরে ভেতরে হেড কোচ নিয়োগ প্রক্রিয়াও অনেকদূর এগিয়ে গেছে। হয়তো আগামী মাসেই

নিয়োগ দেওয়া হবে জাতীয় দলের নতুন প্রশিক্ষক। সেটা হাথুরুসিংহ হওয়ার সম্ভাবনাই প্রবল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।এদিকে বিসিবি শুধু জাতীয় দলের হেড কোচ নিয়েই ব্যস্ত নয়, নীরবে-নিভৃতে চলছে অন্য কোচ নিয়োগের কাজও।

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করার জন্যও একজনকে নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেই নিয়োগ চূড়ান্ত। সেই পদের নাম রাখা হয়েছে ‘হেড অব প্রোগ্রাম।’ভদ্রলোকের নাম ডেভিড মুর। এ অস্ট্রেলিয়ান দুই বছরের জন্য বিসিবির

‘হেড অফ প্রোগ্রাম’ হিসেবে মনোনীত হয়েছেন।বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে নিজামউদ্দীন চৌধুরী সুজন জানান, ‘আমরা (বিসিবি) আগামী দুই বছরের জন্য ডেভিড

মুরকে হেড অব প্রোগ্রাম পদে মনোনয়ন দিয়েছি। তিনি বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকা ও জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। তার অধীনে থাকবেন হাই পারফরমেন্স ইউনিট ও বেঙ্গল টাইগার্সের ক্রিকেটাররা।’

নিউ সাউথ ওয়েলসের ৫৮ বছর বয়সী অস্ট্রেলিয়ান সাবেক উইকেটরক্ষক ব্যাটার ডেভিড মুর একটিমাত্র টেস্ট খেলেছেন। সেটা ৯০ দশকে।খেলা ছেড়ে তিনি কোচিংয়ে মনোযোগী হন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংক একাডেমির কোচ হিসেবে কাজ শুরু করেন। সেটাও প্রায় ২ যুগ আগে ২০০২ সালে।