চরম দুঃসংবাদঃ নারী ক্রিকেটারদের অশ্লীল প্রস্তাব কোচের, জানাজানি হওয়ায় বিষ খেয়ে না ফেরার দেশে চলে গেলেন তারকা ক্রিকেটার!

নিজ অ্যাকাডেমির নারী ক্রিকেটারদের বিভিন্ন সময় অশ্লীল প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে ভারতের দেরাদূনের এক ক্রিকেট কোচের বিরুদ্ধে। তার নাম নরেন্দ্র শাহ। এ খবর জানাজানি হতেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বর্তমানে তিনি সুস্থ আছেন।

নরেন্দ্র শাহের এমন কর্মকাণ্ড দিন দিন বাড়তে থাকায় সংশ্লিষ্ট অ্যাকাডেমির নারী ক্রিকেটাররা পুলিশের দ্বারস্থ হন। বিষয়টি জানতে পেরে নরেন্দ্র শাহ বিষ খেয়ে নিজেকে আত্মহুতি দেয়ার চেষ্টা চালান। শেষ মুহূর্তে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে

যায় স্থানীয় পুলিশ। বর্তমানে তিনি সুস্থ আছেন। নরেন্দ্র শাহের বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের করেন এক নারী ক্রিকেটারের বাবা। ওই ক্রিকেটার নরেন্দ্রর অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতেন। দেরাদূনের পুলিশ সুপার সরিতা ডোভাল জানিয়েছেন, নরেন্দ্রের বিরুদ্ধে এ

ক ক্রিকেটারের বাবার অভিযোগের পরে আরও অনেকে এগিয়ে আসেন। তারাও অভিযোগ করেন যে নরেন্দ্র তাদের অশ্লীল প্রস্তাব দিয়েছেন। বাইরে মুখ খুললে ক্ষতি করে দেয়ারও হুমকি দিয়েছেন তিনি।নরেন্দ্রর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর

ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ছাড়া পকসো আইনেও মামলা দায়ের হয়েছে। নরেন্দ্রর অশ্লীল প্রস্তাবের রেকর্ডিং পুলিশের কাছে জমা দিয়েছেন অভিযোগকারীরা। নেটমাধ্যমেও বেশি কিছু রেকর্ডিং ছড়িয়ে পড়েছে।

এই খবর জানাজানি হওয়ার পরে গত শুক্রবার বিষ খেয়ে নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা করেন নরেন্দ্র। কিন্তু তাকে ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করে পুলিশ। নরেন্দ্রকে হাসপাতাল থেকে ছাড়া হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।