চমকের উপর চমক দিয়ে ইংল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করলো বাংলাদেশ!!

অনেকদিন হলো বাংলাদেশ সফরে আসছে না আয়ারল্যান্ড। অবশেষে মার্চে অবসান হচ্ছে অপেক্ষার। আগামী মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ এবং এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে

এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিসিবির মহিলা উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী।সূচি অনুযায়ী ১৮ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ২০ এবং ২৩ মার্চ। ওয়ানডে

সিরিজের সবগুলো ম্যাচ হবে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।ওয়ানডে শেষে দু’দল চলে যাবে চট্টগ্রামে। বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিশ ওভারের ম্যাচে আইরিশদের মোকাবেলা করবে আইরিশরা। মার্চের ২৬,

২৮ এবং ৩০ তারিখে টি-২০ সিরিজের তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে।একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৪ থেকে ৮ মার্চ একমাত্র টেস্টটি হবার কথা রয়েছে। তবে অন্য একটি সূত্র বলছে, তারিখ পরিবর্তন হতে

পারে। ৩ এপ্রিল থেকে টেস্টটি শুরু হতে পারে।আন্তর্জাতিক অঙ্গনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০টি ওয়ানডে ও ৫টি টি-২০ খেলার রেকর্ড রয়েছে বাংলাদেশের। এখন পর্যন্ত আইরিশদের সঙ্গে কোনও টেস্ট খেলেনি টাইগাররা। ওয়ানডেতে ৭টি জয় ও টি-২০তে ৩টি জয় আছে বাংলাদেশের।

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সূচি
১৮ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
২০ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
২৩ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট

২৬ মার্চ : প্রথম টি-২০, চট্টগ্রাম
২৮ মার্চ : দ্বিতীয় টি-২০, চট্টগ্রাম
৩০ মার্চ : তৃতীয় টি-২০, চট্টগ্রাম

৪-৮ এপ্রিল, একমাত্র টেস্ট, মিরপুর

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা:

তিন ম্যাচ ওয়ানডে জন্য স্কোয়াড:

তামিম ইকবল(সি),নাজমুল হোসেন শান্ত,লিটন দাস (উইকেট কিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক),আফিফ হোসেন, মেহেদী হাসান,হাসান মাহমুদ,মাহমুদউল্লাহ,এবাদত হোসেন,মুস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ,নুরুল হাসান (উক),নাসুম আহমেদ,শরিফুল ইসলাম

তিন ম্যাচ টি-২০এর জন্য স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয় ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন,লিটন দাস, নুরুল হাসান,সাকিব আল হাসান (সি), আফিফ হোসেন,মেহেদি হাসান মিরাজ,নাসির হোসেন,তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ

একমাত্র টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড:

তামিম ইকবল,মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (সি), লিটন দাস, নুরুল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, জাকির হাসান, নাসুম আহমেদ