আবারো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হচ্ছেন চন্দিকা হাথুরাসিংহে। এখন শুধু আনুষ্ঠানিকতায় বাকি। ইতিমধ্যেই তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ থেকে পদত্যাগ করেছেন। উভয় পক্ষের সম্মতির
ভিত্তিতেই তিনি সেখান থেকে বিদায় নিয়েছেন।তার উদ্দেশ্য, একটা আন্তর্জাতিক দলের কোচ হওয়া। যে কারণে এখন অনেকটাই নিশ্চিত হাথুরাসিংহে বাংলাদেশেই আসছেন। বিসিবির বিভিন্ন সূত্র বলছে, দুই বছরের মেয়াদে বাংলাদেশের
কোচ হচ্ছেন হাথুরা। আগামী ২০ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসবেন।ইংল্যান্ড সিরিজ হবে তার প্রথম অ্যসাইনমেন্ট। এ ব্যাপারে আজ প্রশ্ন করা হয়েছিল সাকিব আল হাসানকে। সিলেটে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ম্যাচ শেষে ফরচুন
বরিশাল অধিনায়ককে যখন হাথুরার বিষয়ে প্রশ্ন করা হয়; তিনি এক কথায় বলেন, ‘নো কমেন্টস’।হাথুরাসিংহের প্রথম মেয়াদে সাকিব আল হাসানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। হুট করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার পেছনেও নাকি
সিনিয়রদের সঙ্গে বাজে সম্পর্কের একটা প্রভাব আছে বলেও শোনা যায়।সেই হাথুরা আবার আসছেন কোচ হয়ে, সেজন্যই কি সাকিব এড়িয়ে গেলেন বিষয়টা? হাথুরার সঙ্গে ফের কাজ করার অভিজ্ঞতার ব্যাপারে জানতে চাইলেও সাকিব হাসতে হাসতে বলেন, ‘ঠিক আছে’। এবার দেখার, নতুন মেয়াদে সাকিবের সঙ্গে হাথুরার সম্পর্ক কেমন হয়।