ক্রিকেট বিশ্ব দেখল এক নতুন খেলা ফিল্ডারদের প্রয়োজন ছাড়ায় ৪ বলে ৪ উইকেট

দক্ষিণ আফ্রিকায় চলমান মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিমধ্যেই রুয়ান্ডার জন্য একটি মাইলফলক। দুর্দান্ত জয় দিয়ে অনুষ্ঠানটিকে স্মরণীয় করে রেখেছে তারা। যেখানে দলের অলরাউন্ডার হেনরিয়েট ইশিমু ৪ বলে ৪

উইকেট নিয়ে লাইমলাইট হয়ে আছেন। মঙ্গলবার পচেফস্ট্রুমে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে রুয়ান্ডা।পুরুষ বা মহিলা ক্রিকেটের যেকোনো স্তরে বিশ্বকাপে খেলা প্রথম আফ্রিকান দেশ তাদের প্রথম জয়ের স্বাদ পায়।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে তারা।প্রথম তিন ব্যাটসম্যানই জিম্বাবুয়ের বিপক্ষে রুয়ান্ডার জয়ের ভিত্তি তৈরি করেন। তিনি তার ত্রিশ ছোঁয়া ইনিংসে 8 উইকেটে ১১৯ রান করেন। জবাবে জিম্বাবুয়ে দল গুটিয়ে যায় মাত্র

৮০ রানে। ডাবল হ্যাটট্রিকের শেষ ওভারে বোলিং উপহার দেন ইশিমু।প্রথম ৩ ওভারে ১৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন এই ফাস্ট বোলার অলরাউন্ডার। নিজের শেষ ওভারে প্রথম ৪ বলে নেন ৪ উইকেট। যেখানে ফিল্ডারদের কোনো সাহায্যের

প্রয়োজন ছিল না। জিম্বাবুয়ের তিন ব্যাটসম্যান বোল্ড, একজন এলবিডব্লিউ। জিম্বাবুয়ে শেষ ৫ উইকেট হারিয়েছে ৮০ রানে!চলতি মৌসুমে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন ইশিমিউ। আগের দিন, দক্ষিণ আফ্রিকার লেগ-স্পিনিং অলরাউন্ডার ম্যাডিসন ল্যান্ডসম্যান স্কটল্যান্ডের বিপক্ষে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।