ক্রিকেটের সে কিংবদন্তি! অসাধারণ নেতা, দারুণ মানুষ, মুসলমান হিসেবে তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি : ইমাদ ওয়াসিম

এবারের বিপিএলে একের পর এক চমক দেখাচ্ছেন মাশরাফি বিন মোর্তজা। মাঝারি মানের দল নিয়েও এবারের বিপিএলের টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে তার দল সিলেট স্ট্রাইকার্স। দলের এমন বড় সাফল্যের পিছনে মাশরাফি সবচেয়ে

বড় অবদানই বেশি।বল হাতে দলের জয় অবদান রাখার পাশাপাশিও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময় এসো মাশরাফি যে এমন পারফরম্যান্স করবেন সেটি সত্যিই অসাধারণ। তাইতো নেতা

মাশরাফির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম।মাশরাফির চৌকশ নেতৃত্বেই দলটি উড়ছে বলে মনে করেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, “সে বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছে। তার থেকে আপনি এর

চেয়ে ভালো কি প্রত্যাশা করতে পারেন। ক্রিকেটের সে কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। সে কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ

আমার কাছে নেই।”“তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকে বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে সে যা বলে তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে সে খুব উপভোগ করে। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন সে”।