ক্যানসারে আক্রান্ত ক্রিকেটার শরীফের শেষ ভরসা সাকিব

তার সতীর্থরা কেউ খেলছেন জাতীয় দলে, কেউবা বিপিএলে। হয়তো সবকিছু ঠিক থাকলে শরীফ ইসলামকেও জাতীয় দল কিংবা বিপিএলের জার্সি গায়ে দেখা যেত। কিন্তু ভাগ্য সহায় হয়নি শরীফের। সতীর্থরা যখন জার্সি গায়ে লড়ছে ব্যাটে-

বলে তখন শরীফও লড়ছে, তবে সেটা ব্যাট কিংবা বলের সাথে নয়, মরণব্যাধি ক্যানসারের সাথে। বর্তমান সময়ের আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, কাজী অনিকদের সাথেই বয়সভিত্তিক দলে খেলেছেন শরীফ। সবার মতো তারও

স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়া শরীফ যেন এখন লড়ছেন জীবন বাঁচাতেই। দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলতে গিয়ে একদিন মাঠেই অজ্ঞান হয়ে যান শরীফ। এরপর নানা পরীক্ষায় ধরা পড়ে তার টেস্টিকুলার ক্যান্সার।

সেদিন মাঠ থেকে বের হওয়ার পর চেনা পরিচিত সেই মাঠই যেন ধীরে ধীরে অপরিচিত হয়ে উঠে শরীফের জন্য। যে ব্যাট-বল ছিল তার নিত্যসঙ্গী সেই শরীফের দিন-রাত কাটে এখন ওষুধকে সঙ্গী করে। শরীফের যেন এখন কেবল একটাই স্বপ্ন-বেঁচে থাকা।

শরীফকে নিয়ে বড্ড চিন্তা তার বাবা শুক্কুর আলীর। ইতোমধ্যেই এক পুত্রকে হারিয়েছেন তিনি। শরীফের বড় ভাই বছর দুয়েক আগে মারা যান স্ট্রোক করে। মাত্র ২৫ দিনের ছোট্ট ফুটফুটে শিশুকে রেখেই পরপারে পাড়ি জমিয়েছিলেন শরীফের

বড় ভাই। আর তাই তো শরীফকে নিয়ে চিন্তার যেন শেষ নেই তার বাবার। ক্যানসারের সাথে লড়াই করেছিলেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলও। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত হার মানতে

হয়েছিল এই ক্রিকেটারকে। লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলায় রুবেলের পরিচিতিও ছিল বেশ। বিসিবি থেকে শুরু করে অনেক ক্রিকেটারই ব্যক্তিগতভাবে সাহায্য করেছিল রুবেলকে। রুবেলের চেয়ে খ্যাতি কিংবা নামে অনেক পিছিয়ে শরীফ।

সমবয়সী কয়েকজন ক্রিকেটার তার খোঁজ রাখলেও এখনও তেমন কেউই সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ১২টি ম্যাচ খেলা শরীফ বিশ্বাস করেন তার খবরটি গুরুত্বের সাথে প্রচার করা হলে বিসিবিসহ অনেকেই হয়তো

মানবিক দিক বিবেচনায় এগিয়ে আসবে। শরীফ বলেন, ‘ধ্রুব, অনিক, বিপ্লব, আকবর ওরা সবাই আমার খোঁজ নিয়েছে। জাতীয় দলের বড় ভাইয়ারা হয়তো এখনও জানে না আমার ব্যাপারটা। ওনাদের পর্যন্ত হয়তো খবরটা এখনও যায়নি।

ওনাদের পর্যন্ত গেলে আমার জন্য একটু ভালো হতো। ক্যানসারের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার প্রয়োজন, বিসিবিরও একটু এগিয়ে আসা উচিত।’বিসিবির পাশাপাশি প্রতিভাবান এই ক্রিকেটার বিশ্বাস করেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল

হাসানের কাছে তার অবস্থা সঠিকভাবে তুলে ধরা গেলেও সাকিবও হয়তো তার জন্য কিছু একটা করবেন। স্বপ্নবাজ শরীফ এক সময় স্বপ্ন দেখতেন জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার, শরীফ এখনও স্বপ্ন দেখেন। তবে সেটা কেবলই বেঁচে থাকার। বিসিবিসহ দেশের সামর্থ্যবানরা শরীফের সাহায্যে এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সকলের।