বিরাট কোহলি ৭১তম সেঞ্চুরির দেখা না পেলে বিয়ে করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন কোহলি ভক্ত। অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি আর সাতপাকে বাঁধা পড়লেন যুবক। গতবছরের এশিয়া কাপ চলাকালীন ঘটনা। ভারতের
ম্যাচ চলাকালে গ্যালারীতে পোস্টার হাতে এক যুবককে দেখা যেত। যেখানে লেখা ছিল, যত দিন না বিরাট নিজের ৭১তম শতরান করছেন তত দিন আমি বিয়ে করব না। সেই সময় নেটমাধ্যমে সেই পোস্টার ভাইরাল হয়ে যায়। সেবারই শ্রীলঙ্কার
বিপক্ষে ক্যারিয়ারের ৭১তম সেঞ্চুরি করেন কোহলি। তখনই আমান আগারওয়াল বিয়ে করার পণ করেন। কিন্তু তার বিয়ে হতে হতে আরও তিনটি সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। তার মধ্যে কোহলির একটি সেঞ্চুরি পড়েছিল আমানের
বিয়ের দিন। নিজের বিয়ের কথাও টুইট করে জানিয়েছেন আমান আগারওয়াল। বরের সাজে নিজের একটি ছবি টুইট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, থিরুভানান্তপুরমে সেঞ্চুরি করে ব্যাট উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাবে দিচ্ছেন কোহলি
আর সেই ছবিকে সামনে রেখে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আমান। থিরুভানান্তপুরমে ১১০ বলে ১৬৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। একদিনের ক্রিকেটে এটি ৪৬তম শতরান। সবচেয়ে বেশি শতরান শচিন টেন্ডুলকারের। তিনি ৪৯টি শতরান করেছেন।
তবে শচিন থেকে অনেক এগিয়ে কোহলি। শচিন যেখানে ৪৬টি শতরান করতে খেলেছিলেন ৪৩১ ইনিংস। সেখানে কোহলি খেলেছেন মাত্র ২৬৮ ইনিংস।এদিকে আমান আগারওয়ালের টুইট করার পর সেটি ১ মিলিয়নের ওপর ভিউ হয়েছে। ৩৯ হাজার
রিঅ্যাক্ট পড়েছে। শতরানের হিসেবে শচিনকে টপকাতে না পারলেও দু’টি ক্ষেত্রে ক্রিকেট গ্রেটকে ছাপিয়ে গেছেন ভারতের সাবেক অধিনায়ক। ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচিনের শতরানের সংখ্যা ২০টি। ঘরের মাঠে ১৬৪টি একদিনের
ম্যাচ খেলেছিলেন শচিন। থিরুভানান্তপুরমে শচিনকে ছাপিয়ে গেছেন কোহলি। দেশের মাটিতে ২১টি শতরান তার। শচিনের থেকে অনেক কম ১০৪টি ম্যাচ নিয়েছেন তিনি।অন্য আরও একটি পরিসংখ্যানে শচিনকে ছাপিয়ে গেছেন কোহলি। একটি নির্দিষ্ট
প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নিরিখে যৌথভাবে শীর্ষে ছিলেন তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে শচিনের। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেছিলেন কোহলি। থিরুভানান্তপুরমে ১০ নম্বর শতরান এসেছে। অর্থাৎ, একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সব থেকে বেশি শতরানের নজির এখন কোহলির।