কালো মেঘের ঘনঘটা, পিচ বিকৃত করে নিষিদ্ধ অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার

ক্রি’কে’ট খে’লা’য় অ’স’ৎ উ’দ্দে’শ্যে জু’তা’র নি’চে’র স্পা’ই’ক দি’য়ে পি’চ খুঁ’ড়ে বি’কৃ’ত ক’রা- এ’ম’ন ঘ’ট’না প্রা’য় ন’তু’নই। ত’বে স’ম্প্র’তি এ’ই ঘ’ট’নাই ঘ’টে’ছে অ’স্ট্রে’লি’য়া’র ঘ’রো’য়া ক্রি’কে’ট লি’গে।ও’য়ে’স্টা’র্ন অ’স্ট্রে’লি’য়ার প্রি’মি’য়া’র ক্রি’কে’ট লি’গে’র ফা’ইনা’লে নি’জ

দল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দীর্ঘ ৭৪ বছরের শিরোপা-বন্ধ্যাত্ব ঘোচাতে এই কাণ্ড করেন স্যাম ফ্যানিং নামের ২২ বছর বয়সী এক ক্রিকেটার।ম্যাচের প্রথম দিনেই জুতার স্পাইক দিয়ে পিচ খুঁড়েন তিনি। পরে সেই ফায়দা কাজে লাগিয়ে ১৯৭ বলে

১২৩ রানের ম্যাচজয়ী এক ইনিংস খেলেন স্যাম ফ্যানিং। তাতে তার দলও জিতেছে শিরোপা।এই অপরাদের জন্য তাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনের

প্রধান কর্তা কেড হার্ভে যেমন এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করে বলেছেন, ‘স্যাম যে কাজ করেছে তাতে আমরা হতাশ।এই কাজ আমাদের মূল্যবোধের বিরোধী। চার ম্যাচের নিষেধাজ্ঞা তো আছেই; তাছাড়াও ক্রিকেটের মূল্যবোধ শেখানোর জন্য আমরা স্যামের সঙ্গে আলাদাভাবে বসব। আগামী দিনগুলোতে ও যেন এমন কাজ আর না করে, আমরা সেই শিক্ষাই ওকে দেব।’